Lionel Messi: মন ভাঙল ফুটবল বিশ্বের! শীঘ্রই অবসরে মেসি? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন লিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চিন সফরে এসে নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। যা মন ভেঙেছে বিশ্ব জুড়ে কোটি কোটি মেসি ও আর্জেন্টিনা ফ্যানেদের।
advertisement
1/8

কাতার বিশ্বকাপের পরই ফুটবলকে বিদা। জানাতে পারেন লিওনেল মেসি তা নিয়ে কম জল্পনা হয়নি। কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ বলে নিজেও জানিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কাতারে বিশ্ব জয়ের অধরা স্বপ্ন পূরণ হয় মেসির।
advertisement
2/8
বিশ্বকাপ জয়ের পর মেসি জানিয়েছিলেন আর্জেন্টিনার জার্সিতে আরও কিছু সময় খেলা চালিয়ে যেতে চান। তারপরই বিশ্ব জুড়ে মেসি ফ্যানেরা আশা করেছিল তাহলে পরের কোপা আমেরিকা ও ২০২৬ বিশ্বকাপেও দেখা যেতে পারে মেসিকে।
advertisement
3/8
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বলেছেন,"মেসির জন্য আমার দরজা সব সময় খোলা। দরজায় ওকে দেখতে না পেলে বিকল্পের কথা ভাবতে হবে। আশা করি আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাকে বিকল্প খুঁজতে হবে না। আমি ওকে পরের বিশ্বকাপের দলে দেখতে চাই। অবশ্যই খেলার মান গুরুত্বপূর্ণ।"
advertisement
4/8
সম্প্রতি নিজের ক্লাব ফুটবল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মেসি। ফরাসী ক্লাব পিএসজি অধ্যায় শেষ করে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। পরের কোপা আমেরিকা ও বিশ্বকাপ আমেরিকা আয়োজ হওয়ায় মেসির খেলার জল্পনাও আরও বেড়ে যায়।
advertisement
5/8
কিন্তু আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চিন সফরে এসে নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। যা মন ভেঙেছে বিশ্ব জুড়ে কোটি কোটি মেসি ও আর্জেন্টিনা ফ্যানেদের। মেসির কথার ইঙ্গিত অনুযায়ী, পরের বিশ্বকাপে খেলতে নয়, দেখতে যাবেন তিনি।
advertisement
6/8
এশিয়া সফরে এসে টাইটানকে দেওয়া সাক্ষাৎকারে মেসি স্পষ্ট করে বলে দেন, ‘আমার সে রকম কিছু মনে হয় না। কাতার বিশ্বকাপ ছিল আমার শেষ বিশ্বকাপ। আমি দেখব, বিষয়গুলো কী ভাবে এগোচ্ছে। তবে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, আমি পরের বিশ্বকাপে খেলার চেষ্টা করব না।’
advertisement
7/8
এরপরই জল্পনা শুরু হয়ে যায় মেসির অবসর নিয়ে। তাহলে কী খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মেসি? উঠছে সেই প্রশ্ন। অন্তত পরের কোপা আমেরিকাতে মেসিকে দেখা যাবে সেটুকু আশা করেছিল ফুটবল প্রেমিরা। মেসির কথায় মন ভেঙেছে ফ্যানেদের।
advertisement
8/8
তবে আশার আলোও একটা রয়েছে। সরাসরি নিজের অবসর বা একেবারেই পরের কোপা বা বিশ্বকাপ খেলবেন মা বলে এখনও জানাননি মেসি। পরিস্থিতি, ফর্ম, বয়স, ফিটনেস এই বিষয়গুলির উপর সবকিছু নির্ভর করবে। বিশ্ব মঞ্চে মেসি বাঁ পায়ের জাদু আরও একবার দেখতে চান আপামর ফুটবল বিশ্ব।