গাড়ি দুর্ঘটনা বদলে দেয় জীবন! মেসি-অ্যান্তোনেলার প্রেম কীভাবে জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Lionel Messi-antonella roccuzzo: মেসির প্রেমকাহিনী। অ্যান্তোনেলার সঙ্গে এলএমটেন-এর ভালবাসার গল্প শুনে নিন।
advertisement
1/6

ছোট্টবেলার প্রেম। আর সেই প্রেম লিওনেল মেসি ভোলেননি। সাফল্যের শীর্ষে উঠলেও অ্যান্তোনেলা রোকুজ্জোকে ছাড়া অন্য কারও কথা ভাবেননি আর্জেন্টিনার তারকা।
advertisement
2/6
মেসি ও অ্যান্তোনেলা একে অপরকে চেনেন ছোটবেলা থেকে। তাঁদের ছোটবেলার বন্ধুত্ব বড় হয়ে প্রেমের সম্পর্কে পরিণতি পায়। মেসি ও অ্যান্তোনেলার ছোটবেলা কেটেছে রোজারিও শহরে।
advertisement
3/6
অ্যান্তোনেলা ছিলেন মেসির এক বন্ধুর বোন। বন্ধুর বাড়িতে যাতায়াত ছিল মেসির। ছোট থেকেই মেসির সঙ্গে অ্যান্তোনেলার সম্পর্ক গড়ে ওঠে।
advertisement
4/6
২০০৭ সালে অ্যান্তোনেলা ভয়ানক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। মেসি তখন বার্সেলোনার অ্যাকাডেমিতে। খবর পেয়েই তিনি রোজারিও ফিরে যান। অ্যান্তোনেলার পাশে থাকেন। মেসি বরাবর লাজুক। তবে সেই লাজুক ছেলেকেই ভালবেসে ফেলেন অ্যান্তোনেলা।
advertisement
5/6
হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স নিয়ে স্নাতক। তার পর দাঁতের চিকিৎসা নিয়ে পড়াশোনা। অ্যান্তোনেলা অবশ্য কেরিয়ার গড়ার বদলে মেসির সঙ্গে থাকার পথ বেছে নেন। চলে আসেন স্পেনে। ২০১৬ সালে তিনি টুকটাক মডেলিং করেন। এর পর সুয়ারেজের স্ত্রীর সঙ্গে জুটি বেঁধে ব্যবসাও করেন।
advertisement
6/6
২০১৭ সালে মেসি ও অ্যান্তোনেলা বিয়ে করেন। থিয়াগো, মাতেও এবং সিরোর বাবা-মা এখন সুখী দম্পতি।