Kranti Goud: বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মধ্যপ্রদেশ সরকার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্রান্তি গৌড়ের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব এই পুরস্কার ঘোষণা করে বলেছেন যে, মধ্যপ্রদেশ এবং সমগ্র দেশ তাদের মেয়েদের জন্য গর্বিত।
advertisement
1/6

দেশ জুড়ে এখন কেবল উচ্ছ্বাসের বন্যা। এত অল্প দিনের ব্যবধানে দু-দুটো বড় জয়, খুশি তো উপচে পড়বেই! খুব বেশি দিন হয়নি এশিয়া কাপে জিতেছে ভারতীয় ক্রিকেট পুরুষ দল, হারিয়েছে আবার পাকিস্তানকে! আর এবার মহিলা দল জিতল আইসিসি বিশ্বকাপ, দেশ যেমন সম্মান জানাচ্ছে, উইমেন ইন ব্লু নিজের নিজের রাজ্য থেকে পাচ্ছেন পুরস্কার।
advertisement
2/6
মধ্যপ্রদেশ সরকার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্রান্তি গৌড়ের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব এই পুরস্কার ঘোষণা করে বলেছেন যে, মধ্যপ্রদেশ এবং সমগ্র দেশ তাদের মেয়েদের জন্য গর্বিত।
advertisement
3/6
মধ্যপ্রদেশ সরকার ক্রান্তি গৌড়কে ১ কোটি টাকা পুরস্কার দেবে: বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল দেখার জন্য মধ্যপ্রদেশের ছত্রপুর জেলার ঘুয়ারা শহরে ক্রান্তি গৌড়ের বাড়িতে ভক্তরা একটি বড় স্ক্রিন লাগিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত জয়লাভের সঙ্গে সঙ্গেই আতসবাজিতে আকাশ ভরে যায়। পুরো শহর আতসবাজির শব্দে মুখরিত হয়ে ওঠে। ক্রান্তির বাবা মুন্নালালকে জনতার ভিড়ে স্বাগত জানানো হয়।
advertisement
4/6
মুন্নালাল এমন মেয়ের বাবা হওয়ার গর্ব প্রকাশ করেন। "আমাদের দেশের মেয়েরা অসাধারণ কাজ করেছে," তিনি উৎসাহের সঙ্গে বলেন।" ক্রান্তি গৌড়ের প্রাথমিক কোচ রাজকুমার সেন বলেন, "আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ক্রান্তি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করবে।" আমাদের বুন্দেলখণ্ডের মেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে, এতে আমরা খুবই আনন্দিত হয়েছে। ক্রান্তির বোন জিয়া বলেন, মধ্যরাত থেকে মানুষ তাঁকে অভিনন্দন জানাতে আসছে। সবার স্বপ্ন ছিল আমাদের দল বিশ্বকাপ জিতবে।
advertisement
5/6
পারিবারিক আর্থিক সমস্যা নিয়ে লড়াই: ক্রান্তি গৌড়ের পরিবার আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করছে। তাঁর বাবা মুন্নালাল একজন এএসআই অফিসার ছিলেন, কিন্তু ২০১২ সালে একটি মামলায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল। ক্রান্তির বড় ভাই ময়াঙ্ক বলেন, তাঁর বাবাকে চাকরি থেকে বরখাস্তের পর পরিবারের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং তাঁদের দিল্লিতে কাজ করতে যেতে হয়। ক্রান্তি ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী। তাঁর প্রতিভার জোরে তিনি ভারতীয় ক্রিকেট দলের অংশ হয়ে ওঠে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হন।
advertisement
6/6
অন্য দিকে, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু যেমন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার রেণুকা সিং ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। সিমলার রোহরুর বাসিন্দা রেণুকা ঠাকুর মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে খেলেছেন। সোমবার মুখ্যমন্ত্রী ফোনে রেণুকার সঙ্গে কথা বলেন এবং তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেন।