শরীরে নেই সুতো টুকুও, নেট দুনিয়ায় ঝড় তুললেন 'বিশ্বকাপের প্রেমিকা' ইভানার ফটোশুট
- Published by:Sudip Paul
Last Updated:
Viral News: বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ক্রোয়েশিয়া দলকে সমর্থন করতে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়ার হট মডেল ইভানা নোল। এবার বিনা কাপড়া ছবি তুলে নেট দুনিয়ায় ঝড় তুললেন বিশ্বকাপের প্রেমিকা।
advertisement
1/8

ফের একবার ভাইরাল কাতার বিশ্বকাপের প্রেমিকা ক্রোয়েশিয়ার ফ্যান গার্ল ও মডেল ইভানা নোল।
advertisement
2/8
এবার তার এমন কিছু ছবি নেট দুনিয়ায় ঝড তুলেছে যেখানে কার পরণে নাম মাত্র কাপড় টুকুও নেই।
advertisement
3/8
কখনও সুইমিং পুলে কখনও আবার সমুদ্র সৈকতে নগ্ন হয়ে ফটো শুট করেছেন ক্রোয়েশিয়ার সুপার হট মডেল।
advertisement
4/8
যেই সকল ছবিতে উষ্ণতা চুঁইয়ে পড়ছে ইভানা নোলের শরীরী আঁকবাঁক থেকে। যা দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।
advertisement
5/8
এর আগে নামমাত্র পোশাকে গোটা কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে উষ্ণতার ঝড় তুলেছিলেনন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ও লুকা মদ্রিচদের দলের লাকি চার্ম ইভানা নোল।
advertisement
6/8
ছোট পোশাকে ক্লিভেজকে রীতিমত কথা বলিয়েছেন ক্রোট মডেল। বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লেগেছে।
advertisement
7/8
কাতারে রীতিমত নিজের আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন ইভানা নোল। সোশ্যাল মিডিয়াতেও ঘনঘন ছবি শেয়ার করেন ইভানা।
advertisement
8/8
এবার বিনা সুতোতে ফটো শুট করেও ফ্যানেদের মন জয় করলেন ক্রোট মডেল ইভানা নোল। পরবর্তীতে কোন চমক দেন ইভানা এবার সেটাই দেখার।