Most Richest Cricketer Of India: এই তরুণ ভারতের সবথেকে ধনী ক্রিকেটার! সচিন-ধোনি-কোহলি-রোহিতদের মোট সম্পত্তিও তার কাছে নগন্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Most Richest Cricketer Of India: ব্যক্তিগত সম্পত্তির নিরিখে ভারতের সবথেকে ধনী ক্রিকেটারের নাম হল আর্যমান বিড়লা। মধ্যপ্রদেশের রঞ্জি দলের হয়ে খেলেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিও করেছেন তিনি।
advertisement
1/10

সচিন তেন্ডুলর, এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, সৌরভ গঙ্গোপাধ্যায়রা ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে নিজেদের পারফরম্যান্সের সৌজন্যে কিংবদন্তী হয় উঠেছেন। ঠিক তেমনই অর্থের দিক থেকে পিছিয়ে নেই। বিশ্বের ধোনি ক্রিকেটারদের মধ্যে নাম রয়েছে এদের।
advertisement
2/10
কিন্তু আপনারা অনেকেই জানেন না এই রথী-মহারথীদের থেকেও ধনী ক্রিকেটার রয়েছে এই দেশে। ততটা নামী না হলেও তাঁর সম্পত্তির কাছে সচিন-ধোনি-কোহলি-রোহিতরা কিছুই নয়। সেই ক্রিকেটারের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।
advertisement
3/10
ব্যক্তিগত সম্পত্তির নিরিখে ভারতের সবথেকে ধনী ক্রিকেটারের নাম হল আর্যমান বিড়লা। মধ্যপ্রদেশের রঞ্জি দলের হয়ে খেলেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিও করেছেন তিনি। তার প্রতিভার প্রশংসা করেছেন অনেকেই।
advertisement
4/10
শুধু ঘরোয়া ক্রিকেট নয়, ২০১৮ সালে আইপিএল দল রাজস্থান রয়্যালস দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই তরুণ ক্রিকেটার। প্রথম দলে সুযোগ না পেলেও রাজস্থান রয়্যালসের অনুশীলনে ও দলের তারকা ক্রিকেটারদের সঙ্গে প্রায়শই দেখা যেত তাকে।
advertisement
5/10
এই আর্যমান কে জানেন? আদিত্য বিড়লা গ্রুপের পরবর্তী প্রজন্ম আর্যমান। দেশের স্বনামধন্য ব্যবসায়ী কুমার মঙ্গলম বিড়লার ছেলে আর্যমান বিড়লা। আর্যমানের পরিবারের হাতেই আদিত্য বিড়লা গোষ্ঠীর মালিকানার স্বত্ত্ব রয়েছে।
advertisement
6/10
আর্যমান বিড়লার সর্বমোট সম্পত্তির পরিমাণ কল্পনারও বাইরে।। প্রায় ৭০ হাজার কোটি টাকার মালিক আর্যমান বিড়লা। যেই সম্পত্তি এখনও আরও বেড়েছে বলেই খবর। কারণ বিড়লা গ্রুপের ব্যবসার বহরও আগের থেকে বেড়েছে।
advertisement
7/10
তবে ব্যবসায় নয়, একটা সময় পর্যন্ত ক্রিকেট মাঠেই তাঁর আগ্রহ ছিল। ছোটবেলা থেকে পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাঁর। তাই খুব কম বয়সেই ক্রিকেট খেলাও শুরু করেছিলেন আর্যমান বিড়লা। অল্প সময়ে ঘরোয়া ক্রিকেটে নামও করেছিলেন।
advertisement
8/10
ঘরোয়া ক্রিকেটে প্রথম শতরানের পর তিনি বলেছেন,'পারিবারিক ঐতিত্যের চাপ তো আছে। তা থাকবেও। তবে নিজের পরিচয় তৈরি করতে হবে।' এছাড়াও তিনি জানিয়েছিলেন, 'ক্রিকেট খেলতে যখন মাঠে নামি, তখন পারিবারিক পরিচয় খুব একটা প্রভাব ফেলে না। দক্ষতা না থাকলে পারিবারিক পরিচয় দিয়ে রান করা সম্ভব নয়।'
advertisement
9/10
বিড়লা গ্রুপের আগামি প্রজন্মের কর্ণধার তিনি। ইচ্ছে করলেই বাবার কোম্পানিতে অন্যতম কর্ণধার হিসেবে নাম লেখাতে পারতেন। কিন্তু সেটা করেননি। নিজের পরিচয় তৈরির জন্য একটা সময় পর্যন্ত লড়াই করেছেন আর্যমান।
advertisement
10/10
তবে একটা সময় শারীরিক অসুস্থতার কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে হয় আর্যমান। শরীর চর্চায় মন দেন তিনি। তবে ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা এতটুকু কমেনি। বর্তমানে পারিবারিক ব্যবসাতেও মন দিয়েছেন আর্যমান।