TRENDING:

Quarter Final Line Up: জিতল আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, প্রথম কোয়ার্টার ফাইনাল কবে কখন, জানুন

Last Updated:
FIFA World Cup 2022: ১০ ডিসেম্বর রাত সাড়ে বারোটার সময় মুখোমুখি  হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস৷ শেষ চারের টিকিট পাওয়ার জন্য লড়াই হবে লাতিন আমেরিকা বনাম ইউরোপের৷
advertisement
1/7
জিতল আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, প্রথম কোয়ার্টার ফাইনাল কবে কখন, জানুন
#কলকাতা: বিশ্বকাপের উত্তাপ শুরু হয়েছিল প্রায় দিন পনেরো আগেই, আর এখন সেই ফুটবল উত্তাপ একেবারে চরম আকার নিয়েছে৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে হেভিওয়েট জার্মানি, বেলজিয়াম৷ বাকি দলগুলি প্রত্যাশা মেনেই শেষ ষোলর জন্য যোগ্যতা অর্জন করেছে৷ শেষ ষোলরও প্রথম দিনের খেলা দুটি হয়ে গেল, আর তারই সঙ্গে প্রথম কোয়ার্টার ফাইনালের লাইন আপ পরিষ্কার হয়ে গেল৷ দুই হেভিওয়েট দলের টক্কর হবে এই কোয়ার্টার ফাইনালে৷ আর্জেন্টিনার সামনে নেদারল্যান্ডস৷ Photo-AP 
advertisement
2/7
শেষ ষোলর রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে শুরু করে কোয়ার্টার ফাইনালের নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচ কখন কোথায় জেনে নিন সব একবারেই৷ Photo Courtesy- Twitter
advertisement
3/7
শনিবাসরীয় ম্যাচে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস কোনও ভুল করেনি৷ ফিফা বিশ্বকাপে এই ম্যাচগুলি ছিল ধু্ন্ধুমার৷ এদিন নেদারল্যান্ডস খেলে ইউএসএ-র বিরুদ্ধে৷ Photo Courtesy- Twitter
advertisement
4/7
নেদারল্যান্ডস বনাম আমেরিকা (৩-১) -নেদারল্যান্ডসের গোল স্কোরাররা- মেমফিস ডিপে (১০ '), ডালে ব্লাইন্ড (৪৫+১'), ড্যানজেল ডামফ্রাইজ (৮১'), - আমেরিকার গোল স্কোরার- হাজি রাইট (৭৬')৷ Photo Courtesy- Twitter
advertisement
5/7
এদিন আর্জেন্টিনা নিজের ধারালো পারফরম্যান্স বজায় রাখে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তাদের স্কোরলাইন ২-১৷ আর্জেন্টিনার হয়ে ৩৫' মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি , ৫৭ মিনিটে গোল করেন জুলিয়ান অ্যালভারেজ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার নামের পাশে এক গোল বসে সেটাও আর্জেন্টিনারই , নিজেদের গোলেই বল ঢুকিয়ে দেন এনজো ফার্নান্ডেজ ৷ এই গোলটি হয় ম্যাচের ৭৭ মিনিটে৷ Photo-AP
advertisement
6/7
১০ ডিসেম্বর রাত সাড়ে বারোটার সময় মুখোমুখি  হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস৷ শেষ চারের টিকিট পাওয়ার জন্য লড়াই হবে লাতিন আমেরিকা বনাম ইউরোপের৷
advertisement
7/7
রবিবার ৪ ডিসেম্বর - ফ্রান্স  বনাম পোল্যান্ড - রাত সাড়ে আটটা সোমবার ৫ ডিসেম্বর- ইংল্যান্ড বনাম সেনেগাল - রাত ১২.৩০ -এ
বাংলা খবর/ছবি/খেলা/
Quarter Final Line Up: জিতল আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, প্রথম কোয়ার্টার ফাইনাল কবে কখন, জানুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল