India vs Pakistan ODI World Cup 2023: পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে প্রেম বলিউড সুন্দরীর! পূর্ণতা না পাওয়াতেই এখনও অবিবাহিত! জানুন সেই কাহিনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan ODI World Cup 2023: ক্রিকেটের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমের সম্পর্ক নতুন নয়। দশকের পর দশক ধরে তলে আসছে এই ট্র্যাডিশন। এদের মধ্যে কারও সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কারও এবার অপূর্ণই থেকে গিয়েছে।
advertisement
1/8

ক্রিকেটের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমের সম্পর্ক নতুন নয়। দশকের পর দশক ধরে তলে আসছে এই ট্র্যাডিশন। এদের মধ্যে কারও সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কারও এবার অপূর্ণই থেকে গিয়েছে। ক্রিকেটারের সঙ্গে ব্যর্থ প্রেমের তালিকায় নাম রয়েছে মিস ইউনিভার্স সুস্মিতা সেনেরও।
advertisement
2/8
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। তারপর মিস ইউনিভার্স হয়ে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছিলেন সুস্মিতা সেন। তারপর বলিউডে পা। নিজের কেরিয়ারে একাধিক প্রেমের সম্প্কে সুস্মিতা সেন জড়িয়েছেন বলে শোনা যায়। তবে পূর্ণতা পায়নি কোণও সম্পর্ক।
advertisement
3/8
সু্স্মিতা সেনের প্রাক্তন প্রেমিকের তালিকায় নাম রয়েছে এক মহাতারকা ক্রিকেটারও। এক ধাপ এগিয়ে গিয়ে সুস্মিতা কোনও ভারতীয় নয়, পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রমের প্রেমে পড়েছিলেন বলে শোনা যায়। যা নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি।
advertisement
4/8
সুস্মিতা সেন এবং ওয়াসিম আক্রামের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৮ সালে একটি রিয়েলিটি শো-তে। যেই শো-এর নাম ছিল 'এক খিলাড়ি এক হাসিনা'। ওই শো-তে দুজনই শোয়ের বিচারক হিসেবে ছিলেন। স্বভাবত সেখান থেকেই তাদের আলাপ-পরিচয় বাড়ে।
advertisement
5/8
সেই সময় ওয়াসিম আক্রমের প্রথম স্ত্রী হুমা জীবিত ছিলেন। তাই বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়লেও প্রেম পর্যন্ত গড়ায়নি বিষয়টি। কিন্তু ২০০৯ সালে আক্রমের প্রথম স্ত্রী প্রয়াত হওয়ার পর শোনা যায় সুস্মিতা ও ওয়াসিমের ঘনিষ্ঠতা আরও বাড়ে।
advertisement
6/8
ওয়াসিম আক্রম ও সুস্মিতা সেনকে অনেকবার প্রকাশ্যে দেখা গিয়েছে। নানারকম অনুষ্ঠানে একসঙ্গে যেতেন দুজনে। জল্পনা রটে যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকী এক সঙ্গে থাকার পরিকল্পনাও করেছিলেন বলে শোনা যায়।
advertisement
7/8
যদিও প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কোনও দিনই মুখ খোলেননি সুস্মিতা ও আক্রম। এমনকী তাদের সম্পর্ক নিয়ে জল্পনা রটে যাওয়ার পর দুজনেই সাফ জানিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়াতেও এই কথা জানিয়েছিলেন সুস্মিতা।
advertisement
8/8
ওয়াসিম আক্রমের সঙ্গে সম্পর্কের জল্পনা পরও সুস্মিতার জীবনে একাধিক পুরুষ এসেছে বলে শোনা যায়। সম্প্রতি লোলিত মোদীর সঙ্গেও দেখা ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল সুস্মিতাকে। একটি দত্তক কন্যাকে মানুষ করলেও সুস্মিতা সেন এখনও অবিবাহিত। অপরদিকে, ওয়াসিম আক্রম ২০১৩ সালে নিজের দ্বিতীয় বিয়ে করেছেন।