উর্বশীর দু'জন প্রাক্তন প্রেমিক ভারতীয় দলে! একজন ঋষভ পন্থ, আরেকজন কে? জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Urvashi Rautela and Hardik Pandya: ভারতীয় দলে তা হলে উর্বশীর দু'জন প্রেমিক!
advertisement
1/11

তিনি সব সময়ই চর্চায়। ক্রিকেট মাঠে অনেক সময় তিনিই যেন ফোকাস হয়ে ওঠেন! উর্বশী রউতেলাকে নিশ্চয়ই চেনেন!
advertisement
2/11
বলিউডে প্রথম সারির অভিনেত্রী না হলেও তাঁকে কম-বেশি অনেকেই চেনেন।
advertisement
3/11
উর্বশীর সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। সে গল্প অনেকেরই জানা।
advertisement
4/11
উর্বশী দাবি করেছিলেন, হোটেলের বাইরে তাঁর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন পন্থ। তবে ঋষভ সে দাবি উড়িয়ে দেন।
advertisement
5/11
পন্থের জীবনে নতুন প্রেম আসে। তবে জল্পনা ছড়ায়, ঋষভকে সহজে ভুলতে পারছেন না উর্বশী।
advertisement
6/11
এর পর পাক পেসার নাসিম শাহের সঙ্গে নাম জড়ায় উর্বশীর। তাঁর ইনস্টা স্টোরিতে নাসিমের ছবি ছিল। তা থেকেই খবর ছড়ায়।
advertisement
7/11
নাসির অবশ্য একবারও উর্বশীর নাম নেননি। তবে তিনি যে বলিউড নায়িকার রূপের মোহে রয়েছেন সেটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন।
advertisement
8/11
তবে অনেকেই জানেন না, উর্বশীর সঙ্গে আরও একজন ভারতীয় ক্রিকেটারের সম্পর্কের গুঞ্জন ছিল।
advertisement
9/11
বছর পাঁচেক আগে ব্যবসায়ী গৌতম সিঙ্ঘানিয়ার পার্টিতে উর্বশীর সঙ্গে আলাপ হয় হার্দিক পান্ডিয়ার।
advertisement
10/11
সেদিনের সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। এর পর তাঁরা পরস্পরকে সময় দেন বলেও জানা যায়।
advertisement
11/11
উর্বশী ও পান্ডিয়া ডেট করছেন বলেও খবর রটে যায়। তবে তাঁদের সেই সম্পর্ক বা সম্পর্কের গুঞ্জন বেশিদিন টেকেনি।