IND vs SA: নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেঁসে গেল ভারত! রইল ইডেনে টেস্ট হারের ৫ কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 1st Test: প্রথম ইনিংসে লিড পেয়েও কোন কোন কারণে ম্যাচ হারতে হল ভারতীয় দলকে? জেনে নেওয়া যাক ভারতের হারের ৫ কারণ।
advertisement
1/6

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার ভারতীয় দলের। ঘূর্ণি পিচে ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে গেল শুভমান গিল হীন ভারতীয় দল। প্রথম ইনিংসে লিড পেয়েও কোন কোন কারণে ম্যাচ হারতে হল ভারতীয় দলকে? জেনে নেওয়া যাক ভারতের হারের ৫ কারণ।
advertisement
2/6
১. নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেঁসে গেল: ইডেনে শুরু থেকেই স্পিন সহায়ক উইকেট চেয়েছিল ভারতীয় কোচ গৌতম গম্ভীর। গত বছরে নিউজিল্যান্ড সিরিজ থেকে যে শিক্ষা নেয়নি ভারতীয় দল, ইডেন টেস্ট তার প্রমাণ। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “ভারতীয় শিবির থেকে যা চাওয়া হয়েছে সেই উইকেট দেওয়া হয়েছে। চারদিন ধরে পিচে জল না দেওয়া হলে যা হওয়ার তাই হয়েছে।" ফলে ইডেনে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেঁসে গিয়েছে ভারতীয় দল।
advertisement
3/6
২. টস হারা: সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের যে কোনও ফর্ম্যাটেই টস ভাগ্য সাথ দিচ্ছে নে। ইডেনে স্পিনারদের স্বর্গরাজ্যে টস হেরে বসেন অধিনায়ক শুভমান গিল। সেখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা যে কঠিন হবে তা প্রথম দিনেই বোঝা গিয়েছিল। যার ফলস্বরূপ মাত্র ১২৪ রানও তাড়া করতে পারেল না ভারতীয় দল।
advertisement
4/6
৩. ব্যাটারদের ব্যর্থতা: একটা সময় ছিল যখন ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে সবথেকে ভাল ব্যাট করত। অতীতে এমন উইকেটেও রান বানিয়েছে ভারতীয় ব্যাটাররা। কিন্তু তরুণ প্রজন্মের ব্যাটারা এমন উইকেটে সেশনের পর সেশন ধরে ব্যাটিং করতে ব্যর্থ হচ্ছে। যার ফলে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছা তাদের স্পিন খেলার দক্ষতা, মানসীক দৃঢ়তা, চাপ নেওয়ার ক্ষমতা।
advertisement
5/6
৪. সাইমন হার্মার: প্রোটিয়া কোচ ইডেন টেস্ট শুরুর আগেই বলে দিয়েছিলেন তাদেরও দলেও এমন স্পিনার রয়েছে যারা ভারতের মাটিতে টেস্ট জেতাতে পারে। সাইমন হার্মার ২ ইনিংসে ৮ উইকেট নিয়ে প্রমাণ করে দিলেন কোচের কথা কতটা সঠিক ছিল। হার্মারের অফ স্পিন বোলিংয়ের দক্ষতার প্রশংসা করেছেন সকলেই। দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির উইকেটে হাজার উইকেটের মালিক যে তিনি এমনি এমনি নন, তা ভারতের মাটিতে এসে প্রমাণ করে দিলেন হার্মার।
advertisement
6/6
৫. টেম্বা বাভুমা: যে উইকেটে দুই দলে ব্যাটারা নাকানিচোবানি খাচ্ছে সেখানে একা সফল টেম্বা বাভুমা। প্রথম ইনিংসে যাকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছিল ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে, সেই টেম্বা বাভুমাই দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচের পার্থক্য গড়ে দিলেন। এমন উইকেটে কীভাবে ঠান্ডা মাথায়, সঠিক টেকনিকে ব্যাট করতে হয় তা দেখিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক। বশের সঙ্গে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে ওখানেই ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নেয়।