৮০ লাখ টাকার বাইক! ৪০০ কিমি প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতি! রাহুলকে দেওয়া ধোনির উপহার
- Published by:Suman Majumder
Last Updated:
Ms Dhoni gift to KL Rahul: এমএস ধোনির দেওয়া এই উপহার দেখার মতো।
advertisement
1/5

৮০ লাখ টাকার উপহার। কেএল রাহুলকে বিয়েতে দেওয়া ধোনির উপহার দেখার মতো। এই বাইক ভারতে খুব কমই দেখা যায়।
advertisement
2/5
২০২২ সালে লঞ্চ হয়েছিল Kawasaki Ninja H2R. সেই লেটেস্ট মডেল রাহুলকে গিফট করেছেন ধোনি।
advertisement
3/5
ধোনি নিজে প্রায় ১০০টি বাইকের মালিক। তাঁর বাইকের শখের কথা সবাই জানেন। কেএল রাহুলেরও বাইকের শখ রয়েছে।
advertisement
4/5
কাওয়াসাকির এই মডেলের দাম ৮০ লাখ টাকার বেশি। ঘণ্টায় সর্বোচ্চ ৪০০ কিমি গতি তুলতে পারে এই মডেল।
advertisement
5/5
এই বাইকের কার্ভ ওয়েট ২১৯ কেজি। দুর্দান্ত ব্যালান্স ও রোড গ্রিপ। এরো ডায়নামিক শেপ-এৎ এই মডেল দেখার মতো।