TRENDING:

IND vs ENG: প্রবল চাপে ইংরেজদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছেন রাহুল-গিল! ম্যাঞ্চেস্টারে অসাধ্য সাধনের লক্ষে ভারত

Last Updated:
IND vs ENG 4th Test: ৩১১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুটাও ভাল হয়নি ভারতের। কিন্তু দিনের শেষে কেএল রাহুল ও শুভমান গিলের লড়াকু ব্যাটিংয়ে আশার আলো দেখছে ভারত।
advertisement
1/6
প্রবল চাপে ইংরেজদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছেন রাহুল-গিল! অসাধ্য সাধনের লক্ষে ভারত
ভারতের ৩৫৮ রানের জবাবে ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৬৬৯ রানের পাহাড় প্রমাণ স্কোর। ৩১১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুটাও ভাল হয়নি ভারতের। কিন্তু দিনের শেষে কেএল রাহুল ও শুভমান গিলের লড়াকু ব্যাটিংয়ে আশার আলো দেখছে ভারত। (Photo-AP)
advertisement
2/6
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানেই ২ উইকেট পড়ে যায় ভারতের। ইনিংসে হারের আশঙ্কাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু চতুর্থ দিনে ইংরেজদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করলেন কেএল রাহুল ও শুভমান গিল। (Photo-AP)
advertisement
3/6
শূন্য রানে দুই উইকেট থেকে প্রবল চাপের মধ্যে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন দুই তারকা ব্যাটার। শুরুতেই দুই উইকেট নিয়ে ইংল্যান্ড পেসাররা রীতিমত আগুন ঝরাচ্ছিল। কিন্তু রাহুল ও গিলের ব্যাটে দিনের শেষে একটু হলেও স্তিমিত হয়েছে ইংল্যান্ডের আগুন। (Photo-AP)
advertisement
4/6
সেশনের পর সেশন ঠান্ডা মাথায় ব্যাট করেন গিল ও রাহুল। কোনও আগ্রাসী শট, অতিরিক্ত ঝুঁকি নেওয়া কোনও কিছুই ছিল না দুজনের ব্যাটিংয়ে। মনে পড়ে যায় ইডেনে অজিদের বিরুদ্ধে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের ইনিংস। যদিও কাজ ওখনও অনেক বাকি দুই ব্যাটারের। (Photo-AP)
advertisement
5/6
দিনের শেষে ২১০ বল খেলে ৮৭ রান করে অপরাজিত রয়েছেন কেএ রাহুল। ৮টি চার মেরেছেন তিনি। অপরদিকে, শুভমান গিল অপরাজিত ১৬৭ বলে ৭৮ রানে অপরাজিত রয়েছেন। ১০ চারে সাজানো তাঁর ইনিংস। (Photo-AP)
advertisement
6/6
রাহুল ও গিলের ১৭৪ রানের পার্টনারশিপ পঞ্চম দিনে আশার আলো দেখছে ভারত। ম্যাচ ড্র করতে হলে শেষ দিনেও লম্বা ইনিংস খেলতে হবে দুই তারকাকে। বিপদমুক্ত লিড নিতে পারলে আসবে ইনিংস ডিক্লেয়ার করার বিষয়। এখনও ১৩৭ রানে পিছিয়ে ভারত। পঞ্চম দিনে ম্যাঞ্চেস্টারে রাহুল-গিলের কাছ থেকে ঐতিহাসিক পার্টনারশিপ দেখার আশায় দেশ। (Photo-AP)
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: প্রবল চাপে ইংরেজদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছেন রাহুল-গিল! ম্যাঞ্চেস্টারে অসাধ্য সাধনের লক্ষে ভারত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল