TRENDING:

KKR Team News: গোতির ভোটে এগিয়ে নীতিশ, শ্রেয়সকে নিয়ে তবে কী হবে, মরশুম শুরুর আগেই কেকেআরে অধিনায়কত্ব বিতর্ক

Last Updated:
KKR Team News: শ্রেয়স আয়ারের চোটের সমস্যার কারণে দিল্লির ব্যাটার নীতিশ রানাকে কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে এমন গোপন খবর এখন বাজারে ঘোরাফেরা করছে৷
advertisement
1/8
গোতির ভোটে এগিয়ে নীতিশ, শ্রেয়সকে নিয়ে তবে কী হবে, মরশুম শুরুর আগেই কী কাণ্ড!
: কলকাতা নাইট রাইডার্সে সবে সবে ফিরেছেন গম্ভীর৷ কেকেআর ফ্যানরা খুশি৷ কারণ দুবার গম্ভীরের অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখের নাইটরা৷ তাই গম্ভীরেই বাজি ধরছে এবার কলকাতা নাইট রাইডার্স৷ কিন্তু সেই দলে একাধিক বদল আনতে পারেন গোতি এমনটাই খবর থিঙ্কট্যাঙ্ক সূত্রে৷ ফলে ভারতীয় দলের ভারী নামের দিকে না গিয়ে কেকেআরের ঘরের ছেলেকেই কি ফের অধিনায়কত্বের ব্যাটন দেওয়া হতে পারে? এই ভাবনায় হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে৷
advertisement
2/8
নিজেদের বেশ কয়েকটি স্লট প্লেয়ার রিলিজ করে দিয়ে নতুন করে ঘর গোছানোর ভাবনায়  কেকেআর৷ ৩২.৭ কোটি টাকার পার্স নিয়ে ১৯ তারিখের নিলামে নিজেদের নতুন করে সাজিয়ে নেবে দল৷
advertisement
3/8
শ্রেয়স আয়ারের চোটের সমস্যার কারণে দিল্লির ব্যাটার নীতিশ রানাকে কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে এমন গোপন খবর এখন বাজারে ঘোরাফেরা করছে৷
advertisement
4/8
এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলছেন নীতিশষ তবে তাঁর নেতৃত্বে দল সপ্তম স্থানে থেকে দল শেষ করেছিল৷ আইয়ার ২০২২ সালে দিল্লি থেকে কলকাতায় আসেন৷ তিনি ২০২৩ এ কেকেআরের অধিনায়ক নির্বাচিত হলেও চোটের কারণে নীতিশ রাণাই দলের অধিনায়কত্বের ব্যাটন সামলান৷
advertisement
5/8
সূত্রের খবর গম্ভীরের মেন্টরশিপে নীতিশ রাণাকেই অধিনায়ক হিসেবে চাওয়া হতে পারে৷ এদিকে গোতির এই সিদ্ধান্ত মানতে হলে ২০২৪ মরশুমে কেকেআর ক্যাম্পে হালকা অস্থিরতা তৈরি হতে পারে৷ তবে যেভাবে তারা নিজেদের হারানো আধিপত্য ফিরে পেতে চাইছে তাতে টিমের মধ্যের অস্থিরতা কাঙ্খিত হবে না৷
advertisement
6/8
নীতিশ রাণার সঙ্গে গম্ভীরের কেমিস্ট্রি অনেক পুরনো দিন থেকেই বেশ ভাল৷ দিল্লির শুরুর সময় থেকেই নীতিশকে পছন্দ করেন গোতি৷ তাঁদের দুজনেরই কোট ছিলেন সঞ্জয় ভরদ্বাজ৷ এলবি শাস্ত্রী ক্রিকেট অ্যাকাডেমিতে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন এই দুই ক্রিকেটার৷
advertisement
7/8
এদিকে আইয়ারের পরিস্থিতি দিল্লির সময় থেকেই একইরকম চলছে৷ ২০২১ সালে দিল্লির হয়ে কোভিড ১৯ মরশুমের আইপিএল তিনি পুরোটা খেলতে পারেননি৷ সেবার ছিল তাঁর কাঁধের চোট৷ দ্বিতীয় লেগে সংযুক্ত আরব আমিরশাহিতে দিল্লি ঋষভ পন্থেই ভরসা রেখেছিল৷
advertisement
8/8
শ্রেয়স আইয়ার পন্থের নেতৃত্বে দ্বিতীয় লেগে খেলেন কিন্তু তখন থেকেই বোঝা গিয়েছিল তিনি দিল্লিতে খেলবেন না৷ অধিনায়কত্বের আর্মব্যান্ডের লক্ষ্যে তিনি ২০২২ -র মেগা নিলামে জার্সি বদলে কেকেআরে আসেন৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Team News: গোতির ভোটে এগিয়ে নীতিশ, শ্রেয়সকে নিয়ে তবে কী হবে, মরশুম শুরুর আগেই কেকেআরে অধিনায়কত্ব বিতর্ক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল