KKR Team News: কেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কিনেছে কেকেআর? রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Team News: আইপিএল নিলামে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। স্টার্ককে কেনার আসল কারণ কী, সেই রহস্য ফাঁস করলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।
advertisement
1/5

আইপিএল নিলামে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু একজন প্লেয়ারের পিছনে কেন এত টাকা খরচ তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার স্টার্ককে কেনার আসল কারণ কী, সেই রহস্য ফাঁস করলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।
advertisement
2/5
আইপিএল নিলামের পর জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর পুরো বিস্তারিতভাবে বুঝিয়েছেন কেন কেকেকেআর নিলাম টেবিলে ৩৪ বছরের মিচেল স্টার্কের জন্য এত টারা খরচ করল। গম্ভীরের মতে ,কেকেআরের স্টার্ক একাধিক দায়িত্ব পালন করবেন।
advertisement
3/5
গৌতম গম্ভীর বলেন,"আমাদের দলে একজন এক্স ফ্যাক্টর দরকার ছিল। সেই অভাব স্টার্ক মেটাবে এটা নিঃসন্দেহে। স্টার্ক যেমন নতুন বলে বোলিং বোলিং করতে পারেন, ঠিক তেমনই ডেথ ওভারেও দক্ষ। আমাদের ডেথ ওভারে স্পেশালিস্ট পেসার একজন দরকার ছিল। এমন এক জনেপ জন্য তো টাকা খরচ করতেই হত।"
advertisement
4/5
এছাড়াও গৌতম গম্ভীর বলেন,"শুধু বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়া নয়, মাঠের বাইরেও স্টার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের দলের জন্য। দলের তরুণ পেসারদের সাহায্য করবে স্টার্ক। আমাদের দলে একাধিক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে। স্টার্কের সঙ্গে থাকতে পেরে, ওর কাছ থেকে টিপস পেয়ে তারা আরও দক্ষ হয় উঠবে।"
advertisement
5/5
তবে কেকেআরের বোলিং আক্রমণ যে শুধু স্টার্ক নির্ভর হবে না সেই কথাও জানিয়েছেন গৌতম গম্ভীর। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজিব উর রহমান, অনুকুল রয়দের মত স্পিনার রয়েছে, বৈভব অরোরা, হরষিত রানার মত পেসার রয়েছে। ফলে কেকেআরের বোলিং আক্রমণের বৈচিত্র নিয়ে কোনও শঙ্কা নেই গৌতম গম্ভীরের।