TRENDING:

KKR Team News: ‘মাসেল রাসেলকে’ নিয়ে মোটেই নিশ্চিন্ত নয় ম্যানেজমেন্ট, ‘এই’ ক্রিকেটাররা KKR স্ক্যানারে

Last Updated:
KKR Team News: ৩২.৭০ কোটি টাকার উল্লেখযোগ্য বাজেট হাতে নিয়ে দল সাজাবে, তবে কিছু স্লট নিয়ে বিশেষ চিন্তায় রয়েছে৷
advertisement
1/11
‘মাসেল রাসেলকে’ নিয়ে মোটেই নিশ্চিন্ত নয় ম্যানেজমেন্ট,‘এই’ ক্রিকেটাররা KKR নজরে
:যত আইপিএল নিলামের দিন এগিয়ে আসছে ততই নিলামে কীরকম ভাবে দল সাজাচ্ছে কেকেআর এই প্রশ্ন উঁকি দিচ্ছে  কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের মধ্যে৷  ৩২.৭০ কোটি টাকার উল্লেখযোগ্য বাজেট হাতে নিয়ে দল সাজাবে, তবে কিছু স্লট নিয়ে বিশেষ চিন্তায় রয়েছে৷
advertisement
2/11
যেমন রিটেন করা প্লেয়ারদের তালিকার মধ্যে সবচেয়ে বেশি জোরালো যে নাম তা হল আন্দ্রে রাসেল৷ কিন্তু রাসেল তাঁর দায়িত্ব কতটা কার্যকরীভাবে পারফর্ম করতে পারবেন তাই নিয়ে ম্যানেজমেন্টের মনেও প্রশ্ন আছে৷ তাই নিলাম টেবল থেকে তাঁর রাসেলের বিকল্প ক্রিকেটারের সন্ধান করবেন এমনটাই খবর সূত্রের৷
advertisement
3/11
ডেভিড উইজ এবং শার্দুল ঠাকুরকে রিটেন করেনি কেকেআর৷ আন্দ্রে রাসেলের চোট- আঘাতের সমস্যা খুব বেশি৷  তাঁর একটি নির্ভরযোগ্য ব্যাকআপ দরকার। আর যে মাসেল রাসেলের প্রেমে নাইটরা ছিল সেই রাসেলও গত দুই মরশুম ধরে মিসিং৷
advertisement
4/11
শাহরুখ খানের দল ধরেই রেখেছে রাসেলকে। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। ২০২৪ নিয়ে ধরলে ১০ বছর তিনি নাইট ব্রিগেডের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে নাইট রাইডার্সের (KKR) জার্সিতে তাঁর ধারবাহিক পারফরম্যান্স দুর্দান্ত৷ এমনকি এক মরসুমে ৫২ ছক্কা হাঁকিয়ে আইপিএলের বিশেষ পুরস্কারও পেয়েছিলেন ২০১৯ সালে।
advertisement
5/11
তবে ২০২০ আইপিএল থেকে আর সেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না মাসেল রাসেলকে৷ একদিকে যেমন ধারাবাহিকতার অভাব, অন্যদিকে তেমনিই ক্রমেই নিম্নগামী তাঁর পারফরম্যান্স গ্রাফ। ২০২০ সালে তিনি ব্যাট হাতে ১০ ম্যাচে করেন মাত্র ১১৭ রান। ২০২১ সালেও ২০০ পার করেনি তাঁর মোট রান৷ ২০২২ -এ প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করে পুরনো রাসেলের ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ফের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি।
advertisement
6/11
২০২৩ মরসুমে ফের চূড়ান্ত ব্যর্থ হন তিনি। ১৪ ম্যাচ করেন মাত্র ২২৭। বল হাতে পান ৭ উইকেট পেয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘসময় খেলেন না রাসেল। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতেও তিনি চেনা ফর্মের ধারেকাছে নেই। ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও ১২ কোটি টাকার বিনিময়ে রাসেলকে দলে রেখে দেওয়া কেকেআরের জন্য বড় চাপ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
7/11
রোভম্যান পাওয়েলফলে এবার উইন্ডিজ অলরাউন্ডারের ব্যাকআপ হিসাবে আসন্ন আইপিএল ২০২৪ নিলামে এই বিকল্পগুলির কথা ভাবছে টিম কেকেআর৷ তাতে প্রথম নাম এক ক্যারিবিয়ানেরই৷ তিনি রোভম্যান পাওয়েল৷  ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটিং প্লেয়ার তিনি এবারের নিলামের আগে দিল্লি ক্যাপিটাল্স তাঁকে রিলিজ করে দিয়েছে৷ তাঁকে টার্গেট করতে পারে কেকেআর৷ পাওয়েলের স্কিল এই মুহূর্তে কেকেআরের কাজে লাগতে পারে৷  ১ কোটি টাকার  বেস প্রাইসে রয়েছেন তিনি৷
advertisement
8/11
আজমতুল্লাহ ওমরজাইআইপিএল ২০২৪ নিলামের তাঁকে নিয়েও একাধিক দল আগ্রহী হবে৷  আফগান সেনসেশন আজমতুল্লাহ ওমরজাই। নতুন বলের তাঁর দক্ষতা রয়েছে যার জন্য ওমরজাই কেকেআর-পছন্দের তালিকায় সামনের দিকেই থাকতে পারে৷  বিশেষ করে উইজ এবং ঠাকুরকে ছেড়ে দেওয়ার পর তাঁর প্রয়োজনীয়তা হতে পারে৷  রাসেলের জন্যেও তিনি একটি দারুণ ব্যাকআপ৷ ওমরজাই একজন প্রতিশ্রুতিবান প্লেয়ার৷
advertisement
9/11
শাহরুখ খানকেকেআর-এর ফিনিশার হিসেবে খেলেন  রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল কিন্তু বেগুনি-সোনালি জার্সিতে এই দুই ক্রিকেটারের ধারাবাহিকতার অভাব বিকল্পের জোগাড় করে রাখতে চাইছে কেকেআর। শাহরুখ খান একজন সম্ভাবনাময় প্লেয়ার৷  তিনি দলে থাকলে দলে অন্য এক বিদেশিকে খেলানোর জন্য  স্লটের অপশন থাকবে টিম ম্যানেজমেন্টের হাতে৷
advertisement
10/11
ডেভিড উইলিইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলি, ২০২৩  বিশ্বকাপে ঝকঝকে পারফরম্যান্স করে শুধু  কেকেআর নয় একাধিক দলেরই স্ক্যানারে আছেন৷  ফ্র্যাঞ্চাইজি তাঁর অলরাউন্ড ক্ষমতাকেই কাজে লাগাতে চায়৷
advertisement
11/11
শার্দুল ঠাকুরকেকেআরে তাঁকে রিলিজ করলেও, নতুন করে নিলাম টেবল থেকে তাঁকে কম দামে তুলতে পারে৷ এই সম্ভাবনা দারুণ উজ্জ্বল শার্দুল ঠাকুরের জন্য৷ জ্বলন্ত গতিতে বল এবং শেষবেলায় কার্যকরী ব্যাটিং পারফরম্যান্স তাঁকে পছন্দের প্লেয়ারদের তালিকায় রাখছে৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Team News: ‘মাসেল রাসেলকে’ নিয়ে মোটেই নিশ্চিন্ত নয় ম্যানেজমেন্ট, ‘এই’ ক্রিকেটাররা KKR স্ক্যানারে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল