KKR News: নিজেদের এই অধিনায়ককে আদৌ কি ধরে রাখতে চায় কেকেআর, না হলে এখনও কেন কিছুই জানানো হয়নি তাঁকে, বড় রহস্য নাইট শিবিরে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR News: রাসেল, আইয়ার, নীতিশ, নারিন কাকে ধরে রাখবে টিম ম্যানেজমেন্ট, কাকে ছেড়ে দেবে, সব মিলিয়ে ব্লু প্রিন্ট তৈরি নিয়ে জোর আলোচনা
advertisement
1/8

কলকাতা নাইট রাইডার্স কি নিজের এক সময়ের অধিনায়ককে ভুলে গেল৷ সামনেই এগিয়ে আসছে দিন৷ তারই মধ্যে স্থির করে নিতে হবে কাদের কাদের ধরে রাখবে নাইট ফ্রাঞ্চাইজি৷ একাধিক নাম সামনে এলেও প্রাক্তন অধিনায়ককে নিয়ে কী ভাবনা চিন্তা করছে শাহরুখ খানের দল তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেয়নি থিঙ্কট্যাঙ্ক৷
advertisement
2/8
ব্যাটার নীতীশ রানা আশা করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা-নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রাখবে। KKR, ২০২৪ মরশুমে আইপিএল শিরোপা জেতে৷ তাদের লক্ষ্য থাকবে ২০২৫ -এ খেতাব জেতা৷ Photo- File
advertisement
3/8
এবারের আইপিএলের গর্ভনিং কাউন্সিল নিয়ম করেছে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার বেছে নিতে পারে৷ তারা যেমন সরাসরি ক্রিকেটার ধরে রাখতে পারে৷ ঠিক তেমনিই রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছ থেকে কিনে নিতে পারে। Photo- File
advertisement
4/8
নীতিশ রানা- যিনি ২০১৮ থেকে KKR জার্সিতে খেলছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি চান ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রাখুক, কিন্তু এখনও তাঁকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি৷ Photo- File
advertisement
5/8
তিনি আরও বলেন, "আমি এখনও কোনও কল পাইনি। আমি প্রতি বছর কেকেআরের হয়ে রান করেছি, এবং যদি তাঁরা আমাকে সম্পদ বলে মনে করে, তারা আমাকে ধরে রাখবে। আমি কেকেআরের হয়ে খেলতে চাই," Photo- File
advertisement
6/8
KKR কাকে ধরে রাখতে পারে?রানা ২০১৮ তে যোগদানের পর থেকে KKR-র হয়ে পুরো মরশুমে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিদের জন্য রান করার ক্ষেত্রে বাঁ-হাতি ব্যাটসম্যানরা গুরুত্বপূর্ণ এবং ২০২৪ মরশুমে একবারও একটি মরশুমে ৩০০ রানের নিচে করেননি। Photo- File
advertisement
7/8
এমনকি শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে এই ব্যাটারটি ২০২৩ এ কেকেআরের অধিনায়কত্ব করেছিলেন, তবে তাঁর নেতৃত্বে সেবার খেলে সপ্তমা স্থানে থেকে শেষ করেছিল কেকেআর। ২০২৪ সালে, রানা বেশির ভাগ ম্যাচেই প্লেয়িং ইলেভেনে চান্স পাননি৷ KKR-র হয়ে মাত্র ২ ম্যাচেই তিনি ১২৩.৫৩ স্ট্রাইক-রেটে ৪২ রান করেছিলেন। Photo- File
advertisement
8/8
কেকেআর এখনও কোন কোন ক্রিকেটারকে রিটেন করবে তা জানায়নি। ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের খেলোয়াড়দের নাম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াতে ৩১ অক্টোবর, বিকেল ৫টার মধ্যে দিতে হবে। Photo- File