TRENDING:

KKR Mistakes: দুরন্ত ম্যাচে রুদ্ধশ্বাস জয়, কিন্তু শাহরুখের দল যে ভুলগুলি আর করতে চাইবেন না

Last Updated:
KKR Mistakes: যে ভুলগুলি কেকেআর আর করতে চাইবে না, না হলে বড় বিপদ দাঁড়িয়ে থাকবে, রোজ ম্যাজিকাল স্পেল হয় না!
advertisement
1/7
রুদ্ধশ্বাস জয়, কিন্তু শাহরুখের KKR  যে ভুলগুলি আর করতে চাইবে না
KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP
advertisement
2/7
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে কেকেআরের প্রথম ভুল টপ অর্ডারের একের পর এক আউট হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে সরাসরি চালিয়েই খেলতে হয় এটাই দস্তুর৷ কিন্তু যেভাবে এদিন কেকেআরের ক্রিকেটাররা আউট হচ্ছিলেন তা কিন্তু খুব একটা ভাল লক্ষ্মণ নয়৷
advertisement
3/7
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
advertisement
4/7
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
advertisement
5/7
কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ নাইট বরুণ চক্রবর্তী৷ তিনি ৪ ওভারে ৫৫ রান দেন৷ ১৭.১ ওভারে ১৫০ রানে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তিনিই এমন রান দেন আর ক্লাসেন তাঁর ওভারে এমন ব্যাট খুলে চালান যে হারা ম্যাচ প্রায় জিতে পকেটে পুরে নিচ্ছিল এসআরএইচ৷ নাইটদের এত এই বোলারের থেকে এই ধরণের ভুল কাঙ্খিত নয়৷
advertisement
6/7
১৭ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেওয়াটাও ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে ক্রিকেট বোদ্ধারা৷ এই ওভারে এইভাবে শ্রেয়স আইয়ার যদি তাঁকে না বাছতেন তাহলে হয়ত এভাবে জয়ের জন্য মরণপণ লড়াই করতে হত না তাঁকে৷ Photo- AP
advertisement
7/7
সব মিলিয়ে এই ফাঁকফোকড়গুলিতে কাজ করতে হবে কেকেআরকে৷ তাহলে গম্ভীরের মেন্টরশিপে ফের একবার বড় কিছু করে দেখাতে গেলে ফের একবার ফিল্ডিংকেও আরও দক্ষ হতে হবে৷ কারণ তা না হলে অর্থাৎ ক্যাচের চান্সে ক্যাচ না ধরলে ম্যাচ কিন্তু হারতে হয় এটাই ক্রিকেটের বেসিক৷ Photo- AP 
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Mistakes: দুরন্ত ম্যাচে রুদ্ধশ্বাস জয়, কিন্তু শাহরুখের দল যে ভুলগুলি আর করতে চাইবেন না
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল