TRENDING:

KKR News: কেকেআরের ওপেনিংয়ে বড় চমক! একের পর এক বিধ্বংসী ব্যাটার! সল্টের থেকেও ভয়ঙ্কর!

Last Updated:
KKR Strategy Ready For Opening Pair In IPL 2026 Auction: এবার নিলামে কেকেআর ফের একবার ওপনিংয়ের জন্য একাধিক প্লেয়ারকে টার্গেট করতে পারে। তালিকায় রয়েছে কোন কোন নাম।
advertisement
1/7
কেকেআরের ওপেনিংয়ে বড় চমক! একের পর এক বিধ্বংসী ব্যাটার! সল্টের থেকেও ভয়ঙ্কর!
১৬ ডিসেম্বর আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। সবথেকে বেশি টাকা ও সবথেকে বেশি প্লেয়ারের স্লট পূরণের লক্ষ্যে নামছে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ইতিমধ্যেধ ১০ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর।
advertisement
2/7
গত মরশুমে কেকেআরের ব্যর্থতার অন্যতন কারণ ছিল ওপেনিং স্লটের ধারাবাহিকতার অভাব। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার বছরে ফিল সল্ট ও সুনীল নারিন দুরন্ত পারফর্ম করায় সমস্যা হয়নি। কিন্তু সল্টকে ছাড়ার খেসারত দিতে হয় ২০২৫-এ।
advertisement
3/7
তাই এবার নিলামে কেকেআর ফের একবার ওপনিংয়ের জন্য একাধিক প্লেয়ারকে টার্গেট করতে পারে। ওপেনিং নিয়ে যে মরশুমগুলিতে ভুগেছে কেকেআর, সেবারই ফল ভালো হয়নি। তাই এবার অজিঙ্কে রাহানের সঙ্গী হিসেবে ফিল সল্টের মতনই কারও খোঁজ করছে নাইটরা।
advertisement
4/7
ডেভন কনওয়ে: চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৫ মরশুমে মাত্র চার ম্যাচ খেলে ৯৪ রান করেন ডেভন কনওয়ে। সুযোগ কম পাওয়া এবং সিএসকের ভারতীয় ওপেনার তৈরির পরিকল্পনার কারণে তাকে রিলিজ করা হয়। ওপেনার হিসেবে কেকেআরের টপ–অর্ডারে কনওয়ে বড় শক্তি হতে পারেন এবং ব্যাটিংয়ে স্থায়ীত্ব আনতে পারেন।
advertisement
5/7
টম ব্যান্টন: রহমানউল্লাহ গুরবাজ ও কুইন্টন ডি কককে রিলিজ করায় ওপেনার–কাম–উইকেটকিপারের প্রয়োজন কেকেআরে। সে ক্ষেত্রে টম ব্যান্টন হতে পারেন নির্ভরযোগ্য পছন্দ। ১৯৩ টি-২০ ম্যাচে ৪,৭০০–র বেশি রান ও ১৪৩.৭৪ স্ট্রাইক রেট তার দক্ষতার প্রমাণ। স্পিন ভালো খেলার পাশাপাশি নিয়মিত দ্রুত রান তোলায় তিনি কেকেআরের ব্যাটিং অর্ডারে গতি আনতে পারেন। আগেও কেকেআরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
advertisement
6/7
রাচীন রবীন্দ্র: সিএসকের হয়ে ওপেনিংয়ে একাধিক ম্যাচ উইনিং খেলেছেন রাচীন রবীন্দ্র। পাওয়ার প্লে-তে মারকাটারি ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে ঠান্ডা মাথায়ও ব্যাটিং করতে পারেন কিউই তারকা। এছাডডা বাড়তি পাওনা তার বাঁ হাতি স্পিন বোলিং। যা কেকেআরের অলরাউন্ড অপশন বাড়াতে পারে।
advertisement
7/7
পৃথ্বি শ: এছাড়া ভারতীয় দল যদি কোনও দেশীয় ওপোনারকে দলে নেওয়ার কথা ভাবে তাহলে পৃথ্বি শ-কেও তালিকাভুক্ত করা যেতে পারে। বিগত কয়েক বছরে বেলাগাম ব্যক্তিগত জীবন ও অফ ফর্মের কারণে গতবছর দল পাননি পৃথ্বি। কিন্তু এই বছর ফের ক্রিকেটে ফিরেছেন। রানও করছেন ঘরোয়া ক্রিকেটে। পৃথ্বি ফর্মে থাকলে প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করে ছাড়ার দক্ষতা রয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: কেকেআরের ওপেনিংয়ে বড় চমক! একের পর এক বিধ্বংসী ব্যাটার! সল্টের থেকেও ভয়ঙ্কর!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল