TRENDING:

KKR News: চিয়ারলিডারের রূপে পাগল ডি'কক! তারপর যা ঘটালেন কেকেআর তারকা? জানলে অবাক হবেন

Last Updated:
KKR Kolkata Knight Riders Star Quinton De Kock Love Story With Cheerleader: রাজস্থান ম্য়াচের পর ডিকক-কে নিয়ে জানার কৌতুহলের অভাব নেই কেকেআর ফ্যানেদের মধ্যে। প্রিয়তারকার ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি দিচ্ছেন ফ্যানেরা। এই প্রতিবেদনে কুইন্টন ডিককে প্রেম ও বিবাহিত জীবনের গল্প তুলে ধরা হল।
advertisement
1/7
চিয়ারলিডারের রূপে পাগল ডি'কক! তারপর যা ঘটালেন কেকেআর তারকা? জানলে অবাক হবেন
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলার পর কেকেআর ফ্যানেদের নতুন হিরো হয়ে উঠেছে প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক। ৯৭ রানের ইনিংস অনেকটাই ফিল সল্টকে ভুলতে সাহায্য করেছে নাইট রাইডার্স ফ্যানেদের।
advertisement
2/7
রাজস্থান ম্য়াচের পর ডিকক-কে নিয়ে জানার কৌতুহলের অভাব নেই কেকেআর ফ্যানেদের মধ্যে। প্রিয়তারকার ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি দিচ্ছেন ফ্যানেরা। এই প্রতিবেদনে কুইন্টন ডিককে প্রেম ও বিবাহিত জীবনের গল্প তুলে ধরা হল।
advertisement
3/7
তারকা ক্রিকেটাররা কেউ বিয়ে করেছেন অভিনেত্রীদের, কেউ আবার ব্যবসায়ী বা চাকুরিজীবিদের। কিন্তু কুইন্টন ডিকক প্রেমে পড়েন এক জন চিয়ারলিডারের। আর শেষ পর্যন্ত তাঁর সঙ্গেই ঘর বাঁধেন। কীভাবে তাদের প্রেমের সুতোয় টান লাগল চলুন জেনে নেওয়া যাক।
advertisement
4/7
সময়টা ছিল ২০১২ সাল। চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০ টুর্নামেন্টে ভারতের চারটে দলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার দুটো দলও খেলতে নেমেছিল। তারমধ্যে একটি দল ছিল কুইন্টনের হাইভেল্ড লায়ন্স। সেই প্রতিযোগিতায় চিয়ারলিডার হিসেবে ছিলেন সাসা।
advertisement
5/7
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কুইন্টনের দল লায়ন্স জয়লাভ করেছিল। একদিকে সবাই যেখানে কুইন্টনকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছিলেন, সেই জায়গায় সাশা নিজেকে আর ধরে রাখতে পারেননি। তিনি নিজেও কুইন্টনকে শুভেচ্ছা জানাতে পৌঁছে যান।
advertisement
6/7
আর প্রথম দেখাতেই সাসার রূপ দেখে পাগল হয়ে যান কুইন্টন ডিকক। এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি সাসার প্রশংসার আর পালটা কোনও জবাব দিতে পারেননি প্রোটিয়া তারকা। থম সাক্ষাতেই সাশার প্রেমে পড়েছিলেন কুইন্টন ডি কক।
advertisement
7/7
এরপর ফেসবুকে সাসার সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন ডিকক। সেখান থেকে কথা বার্তা শুরু ও ধীরে ধীরে প্রেম পর্ব শুরু হয়। কয়েকমাস পর কুইন্টন নিজেই সাহস করে প্রোপজ করে দেন। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেই এই জুটি। বর্তমানে সন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন ডিকক ও সাসা।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: চিয়ারলিডারের রূপে পাগল ডি'কক! তারপর যা ঘটালেন কেকেআর তারকা? জানলে অবাক হবেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল