Andre Russell: বন্দুক হাতে রাসলের স্ত্রী! একের পর এক গুলিতে করছেন ঝাঝরা! ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Andre Russell: রাসেল রানে ফিরতেই ফের চর্চায় ক্যারিবিয়ান তারকা লাস্যময়ী বউ জেসিম লরা। সুপার হট মডেল জেসিম লরা তিনিও নেট দুনিয়ায় আগুনে ছবি দিয়ে ঝড় তোলেন।
advertisement
1/5

খারাপ সময় কাটিয়ে আইপিলে রানে ফিরেছেন আন্দ্রে রাসেল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কঠিন সময়ে দলের হয়ে খেলেছেন ২৫ বলে ৫৭ রানের ইনিংস। (Photo Courtesy- AP)
advertisement
2/5
রাসেল রানে ফিরতেই ফের চর্চায় ক্যারিবিয়ান তারকা লাস্যময়ী বউ জেসিম লরা। সুপার হট মডেল জেসিম লরা তিনিও নেট দুনিয়ায় আগুনে ছবি দিয়ে ঝড় তোলেন।
advertisement
3/5
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বন্দুক হাতে রাসেলর স্ত্রী জেসিম লরা। পিছন থেকে তোলা হয়েছে ছবি ও ভিডিও।
advertisement
4/5
ভিডিওতে দেখা যায় সামনে একের পর এক গুলি চালিয়ে ঝাঝরা করছেন জেসিম লরা। আসলে রাসেলের স্ত্রী শুটিং অনুশীলন করছিলেন। সেখানেই টার্গেট সেট করে গুলি চালাচ্ছেন তিনি।
advertisement
5/5
জেসিম লরার এই ভিডিও এবং ছবি নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ফলে মাঠে ব্যাট হাতে শুধু রাসেলই আগুন ঝরান না, তাঁর স্ত্রীও কোনও অংশে কমতি নয়।