Bathroom Selfie: বাথরুমে একের পর এক হট সেলফি! নেট দুনিয়ায় ঝড় তুলছেন রাসেলের লাস্যময়ী স্ত্রী, রইল ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Andre Russell Wife Jassym Lora Bathroom Selfie Goes Viral: কেকেআরের ক্যারিবিয়াম মহাতারকা আন্দ্রে রাসেলের মতনই বরাবর শিরোনামে থাকেন তাঁর স্ত্রী জেসিম লোরাও। জেসিম লোরার রূপ, সৌন্দর্য, হটনেস ঘায়েল করে সকলকেই।
advertisement
1/6

কেকেআরের ক্যারিবিয়াম মহাতারকা আন্দ্রে রাসেলের মতনই বরাবর শিরোনামে থাকেন তাঁর স্ত্রী জেসিম লোরাও। জেসিম লোরার রূপ, সৌন্দর্য, হটনেস ঘায়েল করে সকলকেই।
advertisement
2/6
রাসেল যখন নিজেকে ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনই জেসিম লোরাও মডেলিং জগতে খ্যাতি অর্জন করেছেন।
advertisement
3/6
mজেসিম লোরার সঙ্গে প্রেম করে বিয়ে হয় ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলের। কাপল হিসেবেও দুজন খুবই রোমান্টিক। তা তাদের একাধিক ছবি থেকেই বোঝা যায়। ঘনিষ্ঠ মুহূর্তেও আন্দ্রে রাসেল ও জেসিম লোরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
4/6
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় রাসেলের স্ত্রী জেসিম লোরা। জামাইকার নামী মডেল হওয়ায় তার ফ্যান ও ফলোয়ার্সের সংখ্যা আকাশ ছোঁয়া। এবার শিরোনামে তার একাধিক বাথরুম সেলফি।
advertisement
5/6
নিজের ইনস্টা অ্যাকাউন্টে নানা মুডে নানা সময়ে বাথরুম সেলফি শেয়ার করেছেন জেসিম লোরা। একাকী সেলফি তুলতে কতটা ভালবাসেন রাসেলের বউ এই ছবিগুলিই তার প্রমাণ।
advertisement
6/6
জেসিম লোরা নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপ করার সঙ্গে সঙ্গে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ঠিক তেমনই জেসিম লোরার বাথরুম সেলফিগুলিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে।