KKR New Coach: কেকেআরের নতুন কোচ হলেন গম্ভীরের ঘনিষ্ঠ! বড় চমক দিল শাহরুখ খানের দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders New Coach Appointed: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও ২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করে কেকেআর। মরশুম শেষ হওয়ার পরই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়।
advertisement
1/6

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও ২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করে কেকেআর। মরশুম শেষ হওয়ার পরই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়।
advertisement
2/6
তবে কে হতে চলেছে নাইটদের নতুন প্রধান কোচ, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনায় পড়ল ইতি। কেকেআরের দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ প্রাক্তন ভারতীয় তারকা।
advertisement
3/6
নতুন কোচ হচ্ছেন এমন একজন ব্যক্তি, যিনি দলের মেন্টর গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ বন্ধু এবং টিম ইন্ডিয়াতেও তাঁর সঙ্গে কাজ করেছেন। কেকেআরের নতুন কোচ অভিষেক নায়ার।
advertisement
4/6
আগেও কেকেআরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রিপোর্ট অনুযায়ী, নায়ারকে এই সিদ্ধান্তের বিষয়ে গত সপ্তাহেই জানানো হয়েছিল। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যেই করা হবে বলে জানা গেছে।
advertisement
5/6
নায়ার বহু বছর ধরে কেকেআরের সঙ্গে আছেন, এবং দলের সাফল্য ও গঠন প্রক্রিয়ায় তাঁর অবদান গুরুত্বপূর্ণ। যখন তিনি টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ থেকে বিদায় নিয়েছিলেন, তখন থেকেই গুঞ্জন ছিল যে তাঁর পরবর্তী গন্তব্য হবে কেকেআর।
advertisement
6/6
আগামী নভেম্বর মাসে আইপিএল ২০২৬-এর মিনি অকশন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সব দলই নিজেদের কৌশল সাজাতে শুরু করেছে। এই পর্যায়ে নায়ার কলকাতার কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।