KKR News: কেকেআরের মিস্ট্রি স্পিনার কেড়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স! শক্তি কমল নাইটদের? আইপিএলের বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders mystery spinner bought by Mumbai Indians in the IPL 2025 mega auction: শেষ হয়েছে আইিপএল ২০২৫-এর মেগা নিলাম।গতবার পর্যন্ত কেকআর দলে ছিলেন এমন এক মিস্ট্রি স্পিনারকে নাইটদের থেকে ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
1/5

শেষ হয়েছে আইিপএল ২০২৫-এর মেগা নিলাম। দুদিনের নিলামে বিক্রি হল মোট ১৮২ জন ক্রিকেটার। ১০ দল মিলে খরচ করল ৬৪০ কোটি টাকা। নিলাম ও রিটেনশন মিলিয়ে মোট দল পেল ২২৮ জন ক্রিকেটার।
advertisement
2/5
নতুন করে দল গড়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স, রাহুল, পন্থরা হাতছাড়া হলেও শেষ বাজারে আইপিএল নিলানে ভালই শপিং করেথে কেকেআর ম্যানেজমেন্ট।
advertisement
3/5
তবে গতবার পর্যন্ত কেকআর দলে ছিলেন এমন এক মিস্ট্রি স্পিনারকে নাইটদের থেকে ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামের টেবিলে লড়াই করেও সেই মিস্ট্রি স্পিনারকে ধরে রাখতে পারেমি নাইটরা।
advertisement
4/5
কথা হচ্ছে আফগানিস্তানের তরুণ মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফরের। গতবার কেকেআরের সদস্য ছিলেন তিনি। এবার নিলামে তাঁকে কেনার জন্য জোর টক্কর হয়। শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স ৪.৮ কোটি টাকা দিয়ে তাকে দলে নেয়।
advertisement
5/5
কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নিলামের টেবিলে আফগান স্পিনারকে দলে নেওয়ার জন্য দ্বৈরথ শুরু করে। বেস প্রাইজ ৭৫ লক্ষ থেকে বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত বাজিমাত করে মুম্বই।