KKR News: কেকেআর বাদ দিচ্ছে তারকা ব্যাটারকে! অনেক রান বড় রেকর্ড গড়েও হবে না শেষ রক্ষা! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল ২০২৫ মরশুমের আগে বসবে মেগা নিলামের আসর। তার আগে রিটেনশন তালিকায় দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। কেকেআর সূত্রে খবর, দলের এক তারকা ব্যাটারকে রিলিজ করতে দিতে পারে নাইটরা।
advertisement
1/7

আইপিএল ২০২৫ মরশুমের আগে বসবে মেগা নিলামের আসর। তার আগে রিটেনশন তালিকায় দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। ৪,৫ না ৬ কত জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি বোর্ড।
advertisement
2/7
কেকেআর কোন পাঁচজনকে ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে তা নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে। স্পোর্টস নাও-এর রিপোর্ট অনুযায়ী কেকেআর সূত্রে খবর, দলের এক তারকা ব্যাটারকে রিলিজ করতে দিতে পারে নাইটরা।
advertisement
3/7
মাত্র ২০ লক্ষ টাকা সেই ক্রিকেটারকে কিনেছিব কেকেআর। নাইটদের জার্সিতে নিজেকে প্রমাণ করে ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। ২০২১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি।
advertisement
4/7
সেই ক্রিকেটারের নাম হল ভেঙ্কটেশ আইয়ার। ২০২১ সালে কেকেআরে যোগ দিয়েই ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন তিনি। ২০২১ সালে কেকেআরের ফাইনালে পৌছনোয় বড় ভূমিকা ছিল ভেঙ্কটেশ আইয়ারের।
advertisement
5/7
২০২২ সাল খুব একটা ভাল যায়নি ভেঙ্কটেশ আইয়ারের। ২০২৩ সালে মুম্বই ৪০৪ রান করেছিলেম আইয়ার। সঙ্গে কেকেআরের দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে করেছিলেন সেঞ্চুরি। আইপিএল ২০২৪-এ কেকেআরের জয়ের পিছনেও বড় ভূমিকা রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের।
advertisement
6/7
কিন্তু এবার ৪ অথবা ৫ জন ক্রিকেটারকেও রিটেন করার সুযোগ পায় কেকেআর সেখানে ভেঙ্কটেশ আইয়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ফিল সল্টকে রিটেন করার সম্ভাবনা বেশি নাইটদের।
advertisement
7/7
যদি ৬ জনকে রিটেন করার নিয়ম আকরে বিসিসিআইয়ে সেখানে ভেঙ্কপটেশ আইয়ারকে লড়াই করতে হবে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাদের সঙ্গে। এখন দেখার শেষ পর্যন্ত ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কোন সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট।