KKR News: কেকেআর নেবে দলে! শেষ মুহূর্তে আইপিএল নিলামে নাম লেখালেন মহাতারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মেগা নিলামের আসর। শেষ মুহূর্তে নিলামে নাম নথিভুক্ত করলেন এক মহাতারকা।
advertisement
1/5

২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মেগা নিলামের আসর। শেষ মুহূর্তে নিলামে নাম নথিভুক্ত করলেন এক মহাতারকা।
advertisement
2/5
প্রথমে জানিয়েছিলেন আইপিএলে খেলবেন তিনি। যদিও পরে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার শেষ মুহূর্তে ফের নিলামে এলেন তিনি।
advertisement
3/5
আগামী মরসুমে আইপিএল খেলবেন জফ্রা আর্চার। তাঁকে নিলামের তালিকায় যুক্ত করা হল। ইংল্যান্ডের পেসার পুরো মরসুমেই খেলতে পারবেন বলে জানিয়েছেন। তারপর তাঁকে নিলামের অন্তর্ভুক্ত করে বিসিসআই।
advertisement
4/5
আইপিএল নিলামে এর আগে ৫৭৪ জন ক্রিকেটারের নিলাম হবে বলে জানা গিয়েছিল। জোফ্রা অ্যাড হওয়ায় তিনি হলেন ৫৭৫ নম্বর। এছাড়াও আমেরিকার সৌরভ নেত্রাভালকর ও হার্দিক তোমারের নাম নথিভুক্ত হয়েছে।
advertisement
5/5
কেকেআরের যে সকল বিদেশি পেসারদের জন্য নিলাম দর হাঁকানোর সম্ভাবনা ছিল সেই তালিকায় নাম ছিল জোফ্রার। এবার ফের তিনি নিলামে যোগ দেওয়ায় কেকেআর ঝাঁপায় কিনা সেটাই দেখার।