KKR News: কেকেআর রাখেনি দলে! ৫ বলে ১১ উইকেট নিল সেই বোলার, নিলামে তাকে নিয়ে উঠবে ঝড়!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: এরই মধ্যে মহাচমক দিল কেকেআরের সদ্য প্রাক্তন ক্রিকেটার। গতবারও কলকাতা দলে ছিলেন তিনি। সেই স্পিনাররা নিলামের আগে নজরকাড়া পারফরম্যান্স করে পুরনো দলকে দিলেন বড় বার্তা।
advertisement
1/5

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ১০ দল তাদের দল গঠনের জন্য স্ট্র্যাটেজি তৈরি করার কাজ শুরু করে দিয়েছে।
advertisement
2/5
এরই মধ্যে মহাচমক দিল কেকেআরের সদ্য প্রাক্তন ক্রিকেটার। গতবারও কলকাতা দলে ছিলেন তিনি। সেই স্পিনাররা নিলামের আগে নজরকাড়া পারফরম্যান্স করে পুরনো দলকে দিলেন বড় বার্তা।
advertisement
3/5
শারজায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের প্রথম ওডিআই ম্যাচে ম্যাজিকাল পারফরম্যান্স করেন আফগান মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর। মাত্র ১১ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন আফগানিস্তানের এই অফ স্পিনার।
advertisement
4/5
ম্যাচের প্রথম স্পেলে খুব একটা ভাল বল করতে পারেননি আল্লাহ গজনফর। দ্বিতীয় স্পেলে এসে দুরন্ত বোলিং করেন। ম্যাচে মোট ৬.৩ ওভার বল করে ৬ উইকেট নেন এই ১৮ বছরের স্পিনার।
advertisement
5/5
সামনেই আইপিএল নিলাম। তার আগে আল্লাহ গজনফরের এই পারফরম্যান্স একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর কাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেকেআর তার জন্য ফের দল হাকায় কিনা সেটাই দেখার।