KKR News: কেকেআর র্যাডারে ৫ জন! কাকে অধিনায়ক করছে কলকাতা? অপেক্ষা বড় চমকের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: শ্রেয়স আইয়ার না থাকায় কলকাতা নাইট রাউডার্সকে নতুন করে অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে। নিলামের টেবিল থেকে পছন্দ মতন অধিনায়ককে তুলে নিতে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে কেকেআর।
advertisement
1/7

আইপিএলের ইতিহাসে যা কখনও ঘটেনি তাই এবার ঘটেছে। তাও আবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই অধিনায়ক কেকেআর ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।
advertisement
2/7
তবে কেকেআর নাকি শ্রেয়স আইয়ারকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করেছিল। কিন্তু শ্রেয়স আইয়ার যে বিশাল টাকা দাবি করেছে তা দিতে রাজি হয়নি নাইটরা। শ্রেয়সের কাছে একাধিক দলের লোভনীয় অফার রয়েছে বলেও খবর।
advertisement
3/7
তবে শ্রেয়স আইয়ার না থাকায় কলকাতা নাইট রাউডার্সকে নতুন করে অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে। নিলামের টেবিল থেকে পছন্দ মতন অধিনায়ককে তুলে নিতে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে কেকেআর।
advertisement
4/7
কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ইতিহাসে মোট ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিবারই অধিনায়ক ছিলেন একজন ভারতীয়। দুবার ছিলেন গৌতম গম্ভীর ও গতবছর নেতা ছিলেন শ্রেয়স আইয়ার। ফলে এবারও ভারতীয় অধিনায়কের পথেই নাইটদের হাঁটার সম্ভাবনা বেশি।
advertisement
5/7
কেকেআর ভারতীয় অধিনায়ক চাইলে হাতে একাধিক অপশন রয়েছে। কারণ লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে কেএল রাহুলকে, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে ঋষভ পন্থকে। এছাড়া চাইলে নিলামের টেবিলে ফের শ্রেয়স আইয়ারের জন্য ঝাপাতে পারে নাইটরা। সকলের অধিনায়কত্বের অভিজ্ঞ ও দায়িত্ব নিয়ে ব্যাট করে থাকেন।
advertisement
6/7
আরও ২ জনকে চাইলে অধিনায়ক হিসেবে ভাবতে পারে কেকেআর। তারমধ্যে অন্যতম হল ইশান কিশান। মুম্বই ইন্ডিয়ান্স রিলিজ করেনি ইশানকে। কিপিং, ব্যাটিং থেকে অভিজ্ঞতা সবকিছুই রয়েছে ইশান কিশানের।
advertisement
7/7
অপরজন হলেন কেকেআরের ঘরের ছেলে রিঙ্কু সিং। বিগত কয়েক বছরে নিজেকে প্রমাণ করেছেন বাঁ হাতি তরুণ তারকা। দায়িত্ব নিতে পছন্দ করেন। অভিজ্ঞতাও হয়েছে যথেষ্ট। শেষ পর্যন্ত কে হয় নাইটদের সেনাপতি সেটাই দেখার।