কেকেআর ভেঙে গেল! দল ছাড়লেন শাহরুখের টিমের হেড কোচ, বড় দুঃসংবাদ
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Kkr Coach Chandrakant Pandit- আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পথচলা শেষ হল চন্দ্রকান্ত পণ্ডিতের।মঙ্গলবার কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেকেআরের প্রধান কোচ হিসেবে আর থাকছেন না তিনি।
advertisement
1/5

কেকেআর ভক্তদের জন্য দুঃসংবাদ। শাহরুখের দলের হেড কোচ দল ছাড়লেন। হঠাৎ করেই কেকেআর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।
advertisement
2/5
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পথচলা শেষ হল চন্দ্রকান্ত পণ্ডিতের।মঙ্গলবার কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেকেআরের প্রধান কোচ হিসেবে আর থাকছেন না তিনি। ফ্র্যাঞ্চাইজির তরফে এদিন এক্স-এ পোস্ট করে বলা হয়েছে, "চন্দু স্যর, আমরা আপনার ভবিষ্যতের যাত্রার জন্য শুভকামনা জানাচ্ছি।"
advertisement
3/5
ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচের নাম চন্দ্রকান্ত পন্ডিত। ২০২৪ সালে চন্দ্রকান্ত পন্ডিত কোচ হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হন। যদিও সেই বছর যাবতীয় কৃতিত্ব পান মেন্টর গৌতম গম্ভীর। ২০২৩ সালে প্রথমবার দায়িত্ব নেওয়ার পর সেভাবে সাফল্য পাননি পন্ডিত। ২০২৫ সালেও সাফল্য আসেনি কোচ চন্দ্রকান্ত পন্ডিতের হাত ধরে কেকেআরে।
advertisement
4/5
দলের নতুন মেন্টর ব্র্যাভোর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলে আইপিএল চলাকালীন জোর জল্পনা তৈরি হয়। সূত্রের খবর টিম ম্যানেজমেন্টের একাংশ পন্ডিতের কাজ নিয়ে খুব একটা খুশি ছিলেন না। তিন বছরের চুক্তিতেই kkr এর দায়িত্ব নিয়েছিলেন মধ্যপ্রদেশের ঘরোয়া ক্রিকেটের কোচ। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের দায়িত্ব সামলানোর পাশাপাশি কেকেআরের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তবে তিন বছরে চুক্তি শেষে নতুন করে আর চুক্তি নবীকরণ হল না।
advertisement
5/5
২০২৫ পর্যন্ত চুক্তি ছিল। দুপক্ষের সহমতেই এই বিচ্ছেদ বলে কেকেআর ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে। কেকেআরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, ‘‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে কাজ করতে চান না। তার যাবতীয় অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর কোচিয়ে আমরা ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল। ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকল।"