Rinku Singh: এত টাকা কী করলেন রিঙ্কু সিং? কেন তাঁর পরিবার এখনও ভাঙা পুরনো বাড়িতেই থাকে? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- local18
Last Updated:
Rinku singh parents still live in this old house: আলিগড়ের রাস্তায় এই বাড়ির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে রিঙ্কু সিংয়ের জন্য এই সংগ্রামের দিনগুলি কতটা কঠিন ছিল। রিঙ্কু সিং তারকা হয়ে গেলেও তাঁর বাবা-মা এই কোয়ার্টারেই থাকেন।
advertisement
1/8

রিঙ্কু সিং অল্প সময়ের মধ্যে টিম ইন্ডিয়ার তারকা হয়ে উঠেছেন। আইপিএল দিয়ে কেরিয়ার শুরু করেন। কেকেআরের হয়ে শেষ ওভারে ৫ ছক্কা মেরে ম্যাচ জিতেয়ে রাতারাতি তারকা হয়ে যান রিঙ্কু। তারপরও খেলেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস। আইপিএলে ভাল পারফরম্যান্সের সুবাদে সুযোগ পান ভারতীয় দলে।
advertisement
2/8
রিঙ্কু সিং সারা দেশে বিখ্যাত হয়ে উঠেছেন। ভারতীয় দলের হয়েও খেলেছেন একাধিক নজর কাড়া ইনিংস। কিন্তু আজও তাঁর বাবা খান চাঁদ ও মা মীনা দেবী গোভিলা আলিগড়ের গ্যাস এজেন্সিতে নির্মিত কোয়ার্টারে জীবন যাপন করছেন।
advertisement
3/8
আলিগড়ের রাস্তায় এই বাড়ির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে রিঙ্কু সিংয়ের জন্য এই সংগ্রামের দিনগুলি কতটা কঠিন ছিল। রিঙ্কু সিং তারকা হয়ে গেলেও তাঁর বাবা-মা এই কোয়ার্টারেই থাকেন।
advertisement
4/8
তবে রিঙ্কু সিং একটি বড় বাড়িও তৈরি করছেন। কিন্তু আজও তার বাবা-মায়ের এই পুরনো বাড়ির প্রতি আবেগ রয়েছে। রিঙ্কু সিং তার বাবা-মায়ের সঙ্গে এই কোয়ার্টারে বসবাস করে বড় হয়েছেন। বাবার সঙ্গে সিলিন্ডার বহনের কাজও করতেন তিনি।
advertisement
5/8
সমস্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও, রিঙ্কু সিংয়ের বাবা-মা এখনও গোভিলা গ্যাস এজেন্সিতে নির্মিত পুরানো কোয়ার্টারে বসবাস করছেন এবং এখনও তাঁর বাবা বাড়ি বাড়িসিলিন্ডার পৌছে দেওয়ার কাজ করছেন।
advertisement
6/8
রিঙ্কু সিংয়ের পরিবার খুব সাধারণ জীবনযাপন করেন। তাঁর বাবা-মায়ের চিন্তাভাবনা আজকের তরুণ প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা। মানুষ যত বড়ই হোক না কেন। কিন্তু নিজের অতীতকে ভুলে যাওয়া কখনই ঠিক নয়।
advertisement
7/8
এই বাড়ি সম্পর্কে রিঙ্কুর বাবা বলেন,"আমি প্রথমে আলিগড়ের এই গ্যাস গুদামে থাকতাম। এই কোয়ার্টারে বাস করে আমি আমার সন্তানদের শিক্ষা দিয়েছি। এই বাড়ির প্রতি আমার একটা আলাদাইটান রয়েছে।"
advertisement
8/8
ছোট বেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে রিঙ্কু সিং।বর্তমানে তিনি নিজে একটি বড় বাড়ি তৈরি করছেন। সেখানেই বাব-মাকে নিয়ে রাখার ইচ্ছে। এছাড়া রিঙ্কু সিং শিশুদের থাকার জন্য মহুয়া খেড়া স্টেডিয়ামে একটি হোস্টেলও তৈরি করছেন।