Icc Ranking: আইসিসি-র ক্রমতালিকায় ঝুলনের লম্বা লাফ, মিতালি রাজ হারালেন সিংহাসন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ICC Ranking-এ দুইয়ে উঠে এলেন ঝুলন গোস্বামী।
advertisement
1/5

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর একটি নো বল নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। পরের ম্যাচেই অবশ্য সমালোচনার জবাব দিয়েছিলেন বাংলার ঝুলন গোস্বামী। এবার অস্ট্রেলিয়ায় ভাল পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তিনি।
advertisement
2/5
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের শেষ বলে নো বল করেন ঝুলন। যার জন্য ম্যাচটা হারে ভারত। তবে তৃতীয় ম্যাচে ভারতকে জেতাতে ঝুলন অবদান রাখেন। ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন ঝুলন। অস্ট্রেলিয়ায় তাঁর নজরকাডা় পারফরম্যান্স ছিল।
advertisement
3/5
আইসিসি-র ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে বোলারদের মধ্যে দুই নম্বরে উঠে এলেন ঝুলন গোস্বামী। অস্ট্রেলিয়ার টানা ২৬ ম্যাচে জয়ের ধারা ভেঙে দিয়েছিলেন বাংলার চাকদহ এক্সপ্রেস।
advertisement
4/5
ঝুলন ছাড়া ভারতের আর কোনও বোলার ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে নেই। এদিকে অলরাউন্ডারদের মধ্যে ঝুল রয়েছেন দশ নম্বরে। ভারতের দীপ্তি শর্মা এই তালিকায় রয়েছেন পাঁচে।
advertisement
5/5
ক্রমতালিকায় ঝুলন লম্বা লাফ দিলেও মিতালি রাজ নেমেছেন তিনি। ভারতের স্মৃতি মন্ধানা আবার ছনম্বরে নেমে গিয়েছেন।