Rohit Sharma Will be Captain: এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী কখনও মিথ্যে হয় না! এবার কোহলির ভবিষ্য়ত্ বললেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Team India Captain: বিরাট কোহলির ভবিষ্যত্ সম্পর্কে কী জানালেন সেই জ্যোতিষী!
advertisement
1/5

টি-২০ দলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। বিরাট কোহলি কি এর পর একদিনের দলের অধিনায়কত্বও ছেড়ে দেবেন! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ বিরাট জানিয়ে দিয়েছেন, চলতি আইপিএলের পর তিনি আরসিবির ক্যাপ্টেন্সিও ছাড়বেন।
advertisement
2/5
বিরাট কোহলিকে ঘিরে এখন জল্পনা অনেক। কেউ বলছেন, বিসিসিআই-এর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছে। কেউ আবার বলছেন, বিরাট ফর্মে নেই। নিজেকে ব্যাটসম্যান হিসাবে ফিরে পেতেই কোহলি ক্যাপ্টেন্সি ছাড়তে চাইছেন। অনেকে আবার বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডও কোহলিকে ব্য়াটসম্যান হিসাবেই ফিরে পেতে চাইছে।
advertisement
3/5
ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকে বলছেন, একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন্সিও ছাড়বেন বিরাট। কেউ আবার বলছেন, বিসিসিআই খুব শিগগির কোহলিকে একদিনের ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি দেবে। আর এমন সময় এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নিয়ে হইচই পড়ে গিয়েছে। জগন্নাথ গুরুজি নামের সেই জ্যোতিষী ক্রিকেট নিয়ে মাঝেমধ্যেই ভবিষ্যদ্বাণী করেন।
advertisement
4/5
জগন্নাথ গুরুজি নামের সেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী কখনও মিথ্যে হয়নি। তিনি বলেছিলেন, বিরাট-অনুষ্কার ঘরে ফুটফুটে কন্যা সন্তান আসবে। কিছুদিন আগে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরেজের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। সেটাও মিলেছে। এর আগে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও ভবিষ্যদ্বাণী করে মিলিয়ে দিয়েছিলেন তিনি। আর এবার তিনি কোহলির ভবিষ্যত্ সম্পর্কে জানালেন।
advertisement
5/5
সেই জ্যোতিষী জানিয়েছেন, মাসকয়েকের মধ্যে বিরাট কোহলির বদলে রোহিত শর্মা ভারতের টি-২০ ও একদিনের দলের ক্যাপ্টেন হবেন। সামনেই টি-২০ বিশ্বকাপ। তার পরই ক্যাপ্টেন্সি ছাড়বেন কোহলি। তবে রোহিত যে এবার একদিনের দলেরও অধিনায়ক হবেন, তার আভাস এখন থেকেই কিছুটা পাওয়া যাচ্ছে।