জার্মানি হেরে যাওয়ার পর হয়ে গেলেন ব্রাজিলের সমর্থক! নেইমারদের জন্য গ্যালারিতে সুপার হট মডেল
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Izabel Goulart cheers on Brazil as his partner Germany goalkeeper Kevin Trapp heads home after World Cup. ব্রাজিলের মেয়ে, জার্মানির বৌমা! স্বামীর দল ছেড়ে নেইমারদের জন্য গ্যালারিতে হট মডেল
advertisement
1/8

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের খেলায় এভাবেই সেলিব্রেট করেছিলেন ইসাবেল। পাশে ছিলেন নেইমারের বাবা
advertisement
2/8
ইসাবেলের পার্টনার অবশ্য জার্মানি জাতীয় দলের গোলরক্ষক কেভিন ট্র্যাপ। দ্বিতীয় গোলরক্ষক হিসেবেই তাকে থাকতে হয়
advertisement
3/8
এর আগে অবশ্য যতদিন জার্মানি টিকে ছিল ইসাবেল সমর্থন করছিলেন জার্মানদের। জার্মানির গ্যালারিতে ও তিনি উপস্থিত থাকতেন
advertisement
4/8
জার্মানি বিদায় নেওয়ার পর এই সুন্দরী মডেল সমর্থন করছেন নিজের দেশ ব্রাজিলকে। তার আশা ব্রাজিল চ্যাম্পিয়ন হবে
advertisement
5/8
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের সময় কেভিনের সঙ্গে পরিচয় হয়েছিল ইসাবেলের। সেখান থেকেই দুজনের প্রেম
advertisement
6/8
বিভিন্ন সময়ে এই সুপার মডেল এবং সুদর্শন জার্মান গোলরক্ষককে বিভিন্ন বিচে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচুর মানুষ ফলো করেন
advertisement
7/8
ইসাবেল জানিয়েছেন তার স্বামী দেশে ফিরে গেলেও নিজের দেশ ব্রাজিলের জন্য তিনি রয়ে গিয়েছেন। সেলেকাও ব্রিগেডকে সমর্থন করবেন ফাইনাল পর্যন্ত
advertisement
8/8
মডেলিং এর পাশাপাশি ফুটবল নিয়ে চিরকাল ভালোবাসা আছে ইসাবেলের। হাজার হোক দিনের শেষে তিনি ব্রাজিলিয়ান