TRENDING:

জার্মানি হেরে যাওয়ার পর হয়ে গেলেন ব্রাজিলের সমর্থক! নেইমারদের জন্য গ্যালারিতে সুপার হট মডেল

Last Updated:
Izabel Goulart cheers on Brazil as his partner Germany goalkeeper Kevin Trapp heads home after World Cup. ব্রাজিলের মেয়ে, জার্মানির বৌমা! স্বামীর দল ছেড়ে নেইমারদের জন্য গ্যালারিতে হট মডেল
advertisement
1/8
জার্মানি হেরে যাওয়ার পর ব্রাজিলের সমর্থক! নেইমারদের জন্য গ্যালারিতে হট মডেল
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের খেলায় এভাবেই সেলিব্রেট করেছিলেন ইসাবেল। পাশে ছিলেন নেইমারের বাবা
advertisement
2/8
ইসাবেলের পার্টনার অবশ্য জার্মানি জাতীয় দলের গোলরক্ষক কেভিন ট্র্যাপ। দ্বিতীয় গোলরক্ষক হিসেবেই তাকে থাকতে হয়
advertisement
3/8
এর আগে অবশ্য যতদিন জার্মানি টিকে ছিল ইসাবেল সমর্থন করছিলেন জার্মানদের। জার্মানির গ্যালারিতে ও তিনি উপস্থিত থাকতেন
advertisement
4/8
জার্মানি বিদায় নেওয়ার পর এই সুন্দরী মডেল সমর্থন করছেন নিজের দেশ ব্রাজিলকে। তার আশা ব্রাজিল চ্যাম্পিয়ন হবে
advertisement
5/8
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের সময় কেভিনের সঙ্গে পরিচয় হয়েছিল ইসাবেলের। সেখান থেকেই দুজনের প্রেম
advertisement
6/8
বিভিন্ন সময়ে এই সুপার মডেল এবং সুদর্শন জার্মান গোলরক্ষককে বিভিন্ন বিচে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচুর মানুষ ফলো করেন
advertisement
7/8
ইসাবেল জানিয়েছেন তার স্বামী দেশে ফিরে গেলেও নিজের দেশ ব্রাজিলের জন্য তিনি রয়ে গিয়েছেন। সেলেকাও ব্রিগেডকে সমর্থন করবেন ফাইনাল পর্যন্ত
advertisement
8/8
মডেলিং এর পাশাপাশি ফুটবল নিয়ে চিরকাল ভালোবাসা আছে ইসাবেলের। হাজার হোক দিনের শেষে তিনি ব্রাজিলিয়ান
বাংলা খবর/ছবি/খেলা/
জার্মানি হেরে যাওয়ার পর হয়ে গেলেন ব্রাজিলের সমর্থক! নেইমারদের জন্য গ্যালারিতে সুপার হট মডেল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল