IPL News: আইপিএলে মারামারি! রোহিত-পান্ডিয়া 'লবি'র এ কী অবস্থা! লজ্জার ঘটনা ঘটল মাঠে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
IPL News: রবিবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের প্রত্যাবর্তন একেবারে বাজে ভাবে শুরু হয়েছিল।
advertisement
1/9

হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা নিয়ে আইপিএলের আগে থেকেই সরগরম ছিল মিডিয়া৷ তবে এভাবে হতশ্রী সম্পর্ক মাঠে তুলে ধরবেন দুই পেশাদার ক্রিকেটার তা বোধহয় অতি বড় মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকও বোধহয় ভাবতে পারেননি৷
advertisement
2/9
রবিবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের প্রত্যাবর্তন একেবারে বাজে ভাবে শুরু হয়েছিল, এবং অলরাউন্ডার একেবারে হতাশ হয়ে পড়েছিলেন! পান্ডিয়া গত বছর নিলামের আগে একটি চাঞ্চল্যকর ট্রান্সফারে MI-এ পুনরায় যোগদান করেন এবং রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেন৷
advertisement
3/9
হার্দিককে ২০২২ সালে MI রিলিজ করে দিয়েছিল এবং গুজরাত টাইটান্স তাঁকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল। তিনি GT-কে অভিষেক বছরেই শিরোপা জিতিয়ে দেন, এরপর গুজরাত টাইটান্স রানার্স-আপ হয়। সকলেই ভেবেছিল গুজরাতেই দীর্ঘ সময় অধিনায়কত্ব করবেন হার্দিক কিন্তু হঠাৎই সকলকে অবাক করে MI তে ফের যোগদান করার সিদ্ধান্ত নেন।
advertisement
4/9
কিন্তু তাঁর ফিরে আসা খারাপভাবে শুরু হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ ছিল গুজরাতের বিরুদ্ধে। আহমেদাবাদেই ছিল তাদের সিজন ওপেনার। সেখানে গুজরাতের বিপক্ষে এমআই ৬ রানে হেরেছে। জিটি-র নতুন অধিনায়ক শুভমান গিল থ্রিলার ম্যাচ জিতে নেন৷ এদিকে হার্দিকের সংসারে শুধু হারের কালো ছায়া নয়৷ সংসারে বিভাজনের অশান্তি৷
advertisement
5/9
তবে সবচেয়ে খারাপ ঘটনা ঘটে, যখন প্রথম ইনিংসে যখন গুজরাত টাইটান্সের ব্যাটিংয়ের সময় জসপ্রীত বুমরাহ এবং হার্দিক একটি উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন, এবং রোহিত যখন এতে যোগ দিতে আসেন, হার্দিক সেখান থেকে সরে যান। এরপরে বুমরাহকে হার্দিকের সরে যাওয়ার সিদ্ধান্তে হতবাক হতে দেখা যায়।
advertisement
6/9
কিন্তু আরও খারাপ ঘটনা ঘটে, ম্যাচের মধ্যেই আমদাবাদের গ্যালারিতে। সেখানে দর্শকদের মধ্যে মারপিট লেগে যায়। রীতিমতো চড়, কিল, ঘুষি মারতে দেখা যায় কয়েকজন দর্শককে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা)। আর সেই ঘটনাটি গত রবিবার গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের মধ্যেই ঘটেছে বলে দাবি করা হয়েছে।
advertisement
7/9
কেউ কেউ আবার অভিযোগ করেছেন যে ঝামেলাটা হয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার সমর্থকদের মধ্যে। হার্দিককে সমর্থন করায় রোহিতের ফ্যানরা কয়েকজনকে মেরেছেন বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আদৌও রোহিত এবং হার্দিকের সমর্থকদের মধ্যে মারপিট হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
advertisement
8/9
মারপিটের গুঁতোয় দু'জনেই পড়ে যান। ততক্ষণে আশপাশে থাকা কয়েকজন যে যাঁর মতো কিল-ঘুষি চালাতে শুরু করে দেন। সেই ভাইরাল ভিডিয়ো দেখিয়ে নিজেকে ভারতীয় অধিনায়ক রোহিতের ফ্যান হিসেবে দাবি করা এক নেটিজেন বলেন যে 'গতকালের ম্যাচে হার্দিক পান্ডিয়ার এক অনুরাগীকে মেরেছেন রোহিত শর্মার ভক্তরা।'
advertisement
9/9
একজন আবার বলেন, ‘হার্দিক পান্ডিয়ার কোনও ফ্যান আছেন?’ অপর এক নেটিজেন বলেন, ‘রোহিত এবং হার্দিক একই দলের হয়ে খেলছেন। আর এদিকে ফ্যানেরা মারপিট করছেন।’