TRENDING:

IPL Final: আইপিএল ফাইনাল জমজমাট, প্লে অফ কেকেআরের কাছে হারা সানরাইজার্সই ফের ফাইনালে, জমাটি লড়াইয়ের আশায় KKR vs SRH

Last Updated:
IPL 2024: এদিন এসআরএইচ ৩৪ রানে হারাল রাজস্থান রয়্যালসকে, পৌঁছে গেল আইপিএল ফাইনাল ২০২৪ এ
advertisement
1/9
IPL Final: আইপিএল ফাইনাল লাইন আপ তৈরি, জমাটি লড়াইয়ের আশায় KKR vs SRH
IPL Final: KKR vs SRH IPL 2024, ভ্যেনু বদলে গেল আহমেদাবাদ থেকে চেন্নাইতে তবে প্লে অফ কোয়ালিফায়ারের প্রতিপক্ষরাই ফের একবার আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে৷ Photo- AP
advertisement
2/9
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় প্লে অফের টিকিট যোগাড় করেছিল সানরাইজার্স হায়দরাবদা৷ কিন্তু দ্বিতীয় প্লে অফে হঠাৎই কেমন যেন ফিকে পড়ে গেল৷ Photo- AP
advertisement
3/9
এদিন টসে জিতে রাজস্থান রয়্যালস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ সানরাইজার্স হায়দরাবাদ ট্র্যাভিস হেড, রাহুল ত্রিপাঠী, ৩৪, ও ৩৭ করেন৷ কিন্তু এরপরেই রাজস্থান রয়্যালসের বোলাররা ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়৷ Photo- AP
advertisement
4/9
কিন্তু হেনরিক ক্লাসেনের ৫০ এ ভর দিয়ে একটা লড়াইযোগ্য স্কোর খাড়া করে সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান করে তারা৷ Photo- AP
advertisement
5/9
অন্যদিকে মাঝারি মাপের এই টার্গে়ট পেরিয়ে ফাইনালের টিকিট পাওয়ার লক্ষ্যে ঝাঁপিয়ে শুরু করে রাজস্থান রয়্যালস৷  যখন ২১ বলে ৪২ রানের ইনিংস খেলছিলেন যশস্বী জয়সওয়াল তখন মনে হচ্ছিল যে কোনও মুহূর্তে রাজস্থান ফাইনালের টিকিট পেয়ে যাবে৷ Photo- AP
advertisement
6/9
কিন্তু এরপরেও পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত কায়দায় স্ট্র্যাটেজি চেঞ্জ করে অভিষেক শর্মা, এডেন মার্করমকে বল করাতে আনে সানরাইজার্স হায়দরাবাদ। Photo- AP
advertisement
7/9
একের পর এক ব্যাটসম্যানকে তুলে নিতে থাকেন সানরাইজার্স হায়দরাবাদ বোলাররা। মোক্ষম টাইমে ২ উইকেট তুলে নেন অভিষেক৷ শাহবাজ নদিমও বল হাতে দারুণ বল করেন৷ Photo- AP
advertisement
8/9
এরপর ধ্রুব জুরেল একটা চেষ্টা করেছিলেন অর্ধশতরানও করেন কিন্তু ফাইনালের টিকিট যোগাড় করার জন্য তা যথেষ্ট ছিল না৷ ফলে ফাইনালে সেই প্রথম প্লে অফের প্রতিপক্ষরাই ফের একবার মুখোমুখি৷ Photo- AP
advertisement
9/9
রবিবার চেন্নাইতে ফাইনালে মুখোমুখি হবে কেকেআর৷ সন্ধ্যা সাড়ে সাতটায় স্থির হবে কেকেআর তিন নম্বর বারের জন্য আইপিএল ট্রফি পায় নাকি সানরাইজার্স  হায়দরাবাদ দ্বিতীয় বার আইপিএল সেরা হতে পারে৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
IPL Final: আইপিএল ফাইনাল জমজমাট, প্লে অফ কেকেআরের কাছে হারা সানরাইজার্সই ফের ফাইনালে, জমাটি লড়াইয়ের আশায় KKR vs SRH
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল