আইপিএলে চিয়ারলিডার হওয়া যায় কীভাবে? শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার? জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl Cheerleaders- এখন বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বইতেও কিছু প্রতিষ্ঠানে চিয়ারলিডার হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা যায়। নেটে সার্চ করলে সেরকম কিছু প্রতিষ্ঠানের নাম পেতে পারেন।
advertisement
1/6

একটা বাউন্ডারি বা ওভার হাউন্ডারি হলে গ্যালারির বেশিরভাগ চোখ যায় তাঁদের দিকে। কখনও বা উইকেট পড়়লে তাঁদের উচ্ছ্বাস, আনন্দ, নাচ দেখতে ভালবাসেন দর্শকরা। চিয়ারলিডার মানেই আইপিএলে বড় আকর্ষণ।
advertisement
2/6
ম্যাচ প্রতি ১৪ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করেন চিয়ারলিডাররা। একেকটি ফ্র্যাঞ্চাইজি একেকরকম টাকা দেয় চিয়ারলিডারদের। তবে সব থেকে বেশি টাকা দেয় শাহরুখ খানের কেকেআর। সূত্র মারফত এমনই জানা যায়। আজ আমরা তাঁদের উপার্জন নিয়ে কথা বলব না। বরং জানাব, কীভাবে চিয়ারলিডার হওয়া যায়! আর চিয়ারলিডার হতে কতদূর শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়!
advertisement
3/6
আসলে দর্শকদের মনোরঞ্জনের জন্যই চিয়ারলিডারদের আইপিএলে ডাকা হয়। ফলে সেখানে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বড় ব্যাপার নয়। ফিটনেস, সুস্বাস্থ্য ও সুন্দরী হলেই চিয়ারলিডার হিসেেবে আবেদন করা যায়।
advertisement
4/6
ছিপছিপে তন্বী চেহারা হলে অগ্রাধিকার। চিয়ারলিডার হওয়ার জন্য আলাদা কোনও প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে না। তবে ইংরেজিতে সাবলীল হওয়াটা জরুরি।
advertisement
5/6
জানা যায়, বিদেশে কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে চিয়ারলিডার হওয়ার জন্য কোর্স রয়েছে। সেখান থেকে অনেক মেয়েদের প্লেসমেন্ট দেওয়া হয় বলে জানা যায়।
advertisement
6/6
এখন বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বইতেও কিছু প্রতিষ্ঠানে চিয়ারলিডার হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা যায়। নেটে সার্চ করলে সেরকম কিছু প্রতিষ্ঠানের নাম পেতে পারেন।