IPL-এ কী যোগ্যতা থাকলে চিয়ারলিডার হওয়া যায়? বেতন থেকে বাড়তি সুবিধা জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দুরন্ত পারফরম্যান্সে নিলামে কোটি কোটি টাকা পেলেন ক্রিকেটরা৷ আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
advertisement
1/5

IPL-র নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা৷ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে নিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ নিলামে গড়ল রেকর্ড! এই আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
advertisement
2/5
IPL Cheerleaders Salary, Qualifications & Selection Process: চিয়ারলিডারদের নাচের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন৷ পাশাপাশি মডেলিং-র অভিজ্ঞতাও দেখা হয়৷ মানুষের সামনে পারফর্ম করার ক্ষমতা থাকতে হবে তাঁদের। এগুলি ছাড়াও, চিয়ারলিডারদের অগ্রাধিকার দেওয়া হয় যাতে তাঁরা গ্রুপের সঙ্গে আরও ভালভাবে পারফর্ম করতে পারে। শুধু তাই নয়, লিখিত পরীক্ষা ও মৌখিক ভিত্তিতে পরীক্ষা দিয়ে চিয়ারলিডারদের বাছাই করা হয়৷
advertisement
3/5
এইভাবে, নাচ, মডেলিং, পারফরম্যান্স, পুনরায় দেখে নেওয়া হয়৷ পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াও অনেক কিছু আধার তৈরি করা হয়। এরপর আইপিএল ম্যাচের জন্য চিয়ারলিডারদের নির্বাচন করা হয়। এর পরে এই চিয়ারলিডারদের আইপিএল ম্যাচের সময় ভক্তদের বিনোদন দিতে দেখা যায়।
advertisement
4/5
আইপিএল ম্যাচে চিয়ারলিডাররা ম্যাচ প্রতি কত পারিশ্রমিক পান?চিয়ারলিডাররা প্রতি ম্যাচে ১৪হাজার থেকে ১৭হাজার টাকা পান,আইপিএল ম্যাচ চলাকালীন। আলাদাভাবে বোনাসও পান চিয়ারলিডাররা৷ যে দলের হয়ে তাঁরা অংশ নিচ্ছেন, সেই দল জিতলেও চিয়ারলিডাররা বেশি টাকা পান।
advertisement
5/5
বেতন ছাড়া আর কী বাড়তি সুযোগ-সুবিধা পান?বেতন এবং বোনাস ছাড়াও ফাইভ স্টার বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা পান চিয়ারলিডাররা। এছাড়াও খাবারের টাকা এবং অন্যান্য অনেক সুবিধা পান তিনি।