IPL 2025 Mega Auction: কবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? কোথায় বসবে আসর? সামনে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Mega Auction Time And Venue: আইপিএলের মেগা নিলাম নিয়ে তোরজোরের মধ্যে সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে কোথায় হতে পারে আইপিএলের নিলামের আসর।
advertisement
1/5

আইপিএল ২০২৪-এর মেগা নিলাম ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ। যদিও এখনও কোন নিয়মে হবে নিলাম, কত জন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রতিটি দল তা নিয়ে এখনও কিছুই সরকারভাবে জানায়নি বোর্ড।
advertisement
2/5
তবে এখন থেকেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলগঠন নিয়ে নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করে দিয়েছে। কাদের ধরে রাখা হবে আর কাদের রিলিজ করা হবে তৈরি করা হচ্ছে সেই তালিকাও।
advertisement
3/5
তবে আইপিএলের মেগা নিলাম নিয়ে তোরজোরের মধ্যে সামনে আসছে বড় খবর। Cricket Addictor-এর খবর অনুযায়ী জানা যাচ্ছে মেগা নিলামের সম্ভাব্য সময়। চলতি বছরের ডিসেম্বরে মেগা অকশন আয়োজনের কথা ভাবছে আইপিএল কর্তৃপক্ষ।
advertisement
4/5
এছাড়াও শোনা যাচ্ছে এবারও আইপিলের নিলামের আসর বসতে চলেছে বিদেশের মাটিতে। গতবার আইপিএলের মেগা নিলামের আসর বসেছিল দুবাইতে। এবার সূত্রের খবর অনুযায়ী, আইপিএলের মেগা নিলাম হতে পারে লন্ডনে।
advertisement
5/5
যদিও আইপিএল ২০২৫-এর মেগা নিলামের ভেন্যু নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দুবাইয়ের পর লন্ডনে নিলামের আর বসলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।