IPL 2025 KKR vs DC: তিন ম্যাচ পরে জয়ে ফিরল কলকাতা! নারিন ধামাকায় বেঁচে রইল প্লেঅফের স্বপ্ন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2025 KKR vs DC: ২০৫ রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক পোড়েলের উইকেট হারায় দিল্লি। এর পর ৬০ রানের মধ্যে নায়ার, রাহুল আউট হলে বিপাকে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত ১৪ রানে জিতল কলকাতা।
advertisement
1/4

২০৫ রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক পোড়েলের উইকেট হারায় দিল্লি। এর পর ৬০ রানের মধ্যে নায়ার, রাহুল আউট হলে বিপাকে পড়ে দিল্লি।
advertisement
2/4
তারপরে ম্যাচের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং ডুপ্লেসি। চোট নিয়ে ২৩ বলে ৪৩ রানের মারকাটারি ইনিংস খেলেন অক্ষর। ডুপ্লেসি আউট হন ৪৫ বলে ৬২ করে।
advertisement
3/4
দিল্লি যখন ম্যাচে জাঁকিয়ে বসছে তখন পরপর তিনটি উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান নারিন। ৪ ওভার বল করে ৩টি উইকেট ২৯ রান দেন নারিন। ফিল্ডার হিসাবে একটি ক্যাচ এবং একটি রান আউটও করেন।
advertisement
4/4
এর পর ১৭তম ওভারে পরপর ২ বলে ২ উইকেট নিয়ে কলকাতাকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান বরুণ চক্রবর্তী। শেষ দিকে দিল্লির ভিপরাজ লড়াই করলেও ১৪ রানে জিতল কলকাতা।