IPL 2025: আইপিএলে গুজরাতের ধাক্কায় বেসামাল রাজস্থান! বড় হারে চাপে সঞ্জু-জশস্বীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2025: রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল গুজরাত। গুজরাতের হয়ে ৫৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাই সুদর্শন।
advertisement
1/5

রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল গুজরাত। গুজরাতের হয়ে ৫৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাই সুদর্শন। জোস বাটলার করেন ২৫ বলে ৩৬ রান। Image: X/GujaratTitans
advertisement
2/5
তবে গুজরাতের হয়ে শেষ দিকে ২০ বলে ৩৬ রানের মারকাটারি ইনিংস খেলেন শাহরুখ খান। ১২ বলে ২৪ করেন রাহুল তেওয়াটিয়া। Image: X/GujaratTitans
advertisement
3/5
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে রাজস্থান। ২৮ বলে ৪১ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন সঞ্জু। Image: X/GujaratTitans
advertisement
4/5
শেষ দিকে রাজস্থানের হয়ে রিয়ান পরাগ ১৪ বলে ২৬ এবং শিমরোন হেটমায়ার ৩২ বলে ৫২ রান করে দলকে আশায় রেখেছিলেন। তবে তাঁরা বেশি দূর এগোতে পারেননি। Image: X/RajasthanRoyals
advertisement
5/5
২০ ওভারে রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। Image: X/RajasthanRoyals