IPL News: এত তো IPL দেখেন, বলুন তো প্রথম IPL-এর প্রথম বলটি কোন বাঙালি খেলেছিলেন? উত্তরে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
IPL News: প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককুলামের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম ম্য়াচের প্রথম বলটা করেছিলেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার প্রবীণ কুমার।
advertisement
1/8

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL-এর ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়ে গিয়েছে। জমে উঠেছে দেশের সান্ধ্য টিভির আসর। যদিও দলগুলো ইতিমধ্যেই নিজেদের সংসার বেশ খানিকটা গুছিয়ে নিয়েছে। আইপিএল নিয়ে যত দিন এগোচ্ছে দেশের ক্রিকেট সমর্থকদের উত্তেজনার পারদও ততই উর্ধ্বমুখী হচ্ছে।
advertisement
2/8
২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রাপথ। প্রথম ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
3/8
প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককুলামের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম ম্য়াচের প্রথম বলটা করেছিলেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার প্রবীণ কুমার। আর প্রথম বলটা খেলেছিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। প্রথম বলটা তাঁর প্যাডে লেগেছিল। আর তিনি একটা সিঙ্গল নিয়েছিলেন।
advertisement
4/8
প্রবীণের প্রথম বলটা ফেস করেছিলেন 'মহারাজ'ই। প্রথম ডেলিভারিতে লেগ বাই থেকে রান আসে। তবে এই ম্যাচে সৌরভের ইনিংস কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। তাঁকে মাত্র ১০ রান করেই প্যাভিলিয়নে ফেরত যেতে হয়।
advertisement
5/8
৫.২ ওভারে তাঁর উইকেটটি শিকার করেছিলেন জাহির খান। প্রথম ওভারে জাহির খারাপ বল করলেও IPL ইতিহাসে প্রথম উইকেটটা কিন্তু তিনিই শিকার করেছিলেন।
advertisement
6/8
গুড লেংথে বলটা পিচ করেছিল। কিন্তু সৌরভ হালকা হাতে বলটা ড্রাইভ করতে যান। আর বলটা সৌরভের ব্যাটের কানা লেগে সোজা স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন জাক কালিস। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। ৬১ রানে প্রথম উইকেট হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
advertisement
7/8
তবে সৌরভ প্যাভিলিয়নে ফিরে গেলেও বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাককালাম যে অকাল দিওয়ালি শুরু করেছিলেন, সেটা আশা করি আপনারা সকলেই জানেন।
advertisement
8/8
নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২২২ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। এরমধ্যে ৭৩ বলে ১৫৮ রান করেন একা ম্যাককালামই। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাত্র ৮২ রান করে। এই ম্যাচে কলকাতা ১৪০ রানে জয়লাভ করেছিল।