IPL 2024 Star Player: পান্ডিয়া বিশ্বকাপ থেকে বাদ! ভারতীয় দলে আইপিএলের 'এই' তারকা, বড় বদল!
- Published by:Suman Majumder
Last Updated:
IPL 2024 Star Player: এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের দল ঘোষমা করতে পারে বিসিসিআই। পান্ডিয়ার এবার আইপিএলে যা পারফরম্যান্স তাতে তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর বদলে খেলতে পারেন শিবম দুবে।
advertisement
1/8

স্পিনারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন। তার উপর আইপিএলে এবার তিনি দুর্ধর্ষ পারফর্ম করছেন।
advertisement
2/8
অনেকেই বলছেন, এবার আইপিএলে তিনিই তারকা। ফলে তাঁকে টি২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বদলে ভারতীয় দলে দেখতে চাইছেন অনেকে।
advertisement
3/8
এখন প্রশ্ন হল, সত্যিই কি শিবম দুবেকে বিশ্বকাপের দলে রাখার সাহস দেখাতে পারবেন নির্বাচকরা! নাকি শেষমেশ সেই হার্দিক পান্ডিয়াকেই দলে রাখা হবে!
advertisement
4/8
সিএসকে-র শিবম দুবেকে নিয়ে এবার বড় কথা বলে ফেললেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি শিবমকে বিশ্বকাপের দলে দেখতে চান।
advertisement
5/8
ভেঙ্কটেশ প্রসাদ তিনজন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন। শিবম দুবে ছাড়াও সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংকে দলে দেখতে চান তিনি।
advertisement
6/8
শিবম দুবে অলরাউন্ডার হলেও মূলত তাঁর ব্যাটিং স্কিল নিয়ে আলোচনা হচ্ছে। ধোনির দলের তিনি এখন গুরুত্বপূর্ণ সদস্য।
advertisement
7/8
হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স তলানিতে। ফলে এই পরিস্থিতিতে শিবমকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রাখতে পারেন নির্বাচকরা। শোনা যাচ্ছে এমনই।
advertisement
8/8
এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের দল ঘোষমা করতে পারে বিসিসিআই। এখন দেখার, সেই দলে শিবমের জায়গা হয় কি না!