TRENDING:

IPL 2024 New Rules: আইপিএল ২০২৪-এর নিয়মে ৪টি বড় বদল! যা জানতেই হবে আপনাদের

Last Updated:
BCCI Start 4 New Rules In IPL 2024 Know Details:শুক্রবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪। ক্রিকেট জ্বরে কাবু ক্রীড়া প্রেমিরা। তবে এবারের আইপিএলের নিয়মে ৪ বড় বদল করেছে বিসিসিআই। যা এখনও অনেকেই জানেন না। প্রতিযোগিতা শুরুর আগে জেনে সেই সকল নিয়ম।
advertisement
1/6
IPL 2024 New Rules: আইপিএল ২০২৪-এর নিয়মে ৪টি বড় বদল! যা জানতেই হবে আপনাদের
শুক্রবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪। ক্রিকেট জ্বরে কাবু ক্রীড়া প্রেমিরা। তবে এবারের আইপিএলের নিয়মে ৪ বড় বদল করেছে বিসিসিআই। যা এখনও অনেকেই জানেন না। প্রতিযোগিতা শুরুর আগে জেনে সেই সকল নিয়ম।
advertisement
2/6
ওভারে দুই বাউন্সার: এর আগে আন্তর্জাতিক ক্রিকেট হোক আর আইপিএল বোলাররা ওভারে একটির বেশি বাউন্সার দিতে পারতেন না। কিন্তু এবার থেকে আইপিএল বোলাররা ওভারে দুটি বাউন্সার দিতে পারবে। যা বোলারদের সহায়তা করবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
3/6
এক রিভিউতে দুই কাজ: আন্তর্জাতিক ক্রিকেটে বোলাররা স্টাম্প আউটের জন্য আপিল করলে বর্তমানে শুধু স্টাম্প আউটই দেখা হয়। বল ব্যাটে লেগে কিপারের কাছে গিয়েছে কিনা তা দেখা হয় না। কিন্তু আইপিএলে রিভিউ নিলে ক্যাচ ও স্টাম্প দুই চেক করা হবে।
advertisement
4/6
স্টপ ক্লক বন্ধ: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বোলিং দলকে একটি ওভার শেষের পর পরের ওভার করার জন্য মাত্র ৬০ সেকেন্ড দেওয়া হয়। কিন্তু আইপিএলে সেই নিয়ম থাকছে না। ফলে অধিনায়ক পরিকল্পনা করার জন্য অতিরিক্ত সময় পাবেন।
advertisement
5/6
এসআরএস সিস্টেম: এর আগে আমরা ডিআরএস (DRS) নিয়ম আমরা সকলেই দেখেছি বা জানি। এবার আসছে এসআরএস (SRS)পদ্ধতি। আগে তৃতীয় আম্পায়ার ও হক আই প্রযুক্তিবিগদের মাঝে থাকত সম্প্রচারকারী সংস্থার এক ব্যক্তি। এবার থেকে মাঝে আর কেউ থাকবে না। থার্ড আম্পায়ার ও হকআই বিশেষজ্ঞরা একই ঘরে বসে সিদ্ধান্ত নেবেন।
advertisement
6/6
এই নিয়মের ফলে দুটি ভিডিও একসঙ্গে দেখার সুযোগ পাবে থার্ড আম্পায়ার। হকআইয়ের লোকেদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। যার ফলে স্টাম্প, ক্যাচ, রান আউট, বাউন্ডারিতে চার বাঁচানোর কঠিন সিদ্ধান্ত অনেক দ্রুত নেওয়া সম্ভব। এসআরএস পদ্ধতি শুরু হলে ম্যাচের গতিও অনেক বাড়বে। যা ফ্যানেদের কাছে আকর্ষণীয় হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024 New Rules: আইপিএল ২০২৪-এর নিয়মে ৪টি বড় বদল! যা জানতেই হবে আপনাদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল