KKR News: বউকে 'খুশি' করতে কতটা ঘাম ঝরাতে হয় রাসেলকে! জানালেন কেকেআর তারকা নিজেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024: আইপিএল আসবে আর আন্দ্রে রাসেল সুপার হট মডেল স্ত্রী জেসিম লরা চর্চায় আসবেন না তা আবার হয় নাকি। আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লোরাকে চেনেন না এমন লোক খুব কমই রয়েছে।
advertisement
1/7

কলকাতা নাইট রাইডার্সের বহু যুদ্ধ জয়ের নায়ক আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান বিগ হিটার একটা সময় একার হাতে টেনেছেন কেকেআর দলকে। আরও এক নতুন মরশুমের জন্য তৈরি রাসেল।
advertisement
2/7
আইপিএল আসবে আর আন্দ্রে রাসেল সুপার হট মডেল স্ত্রী জেসিম লরা চর্চায় আসবেন না তা আবার হয় নাকি। আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লোরাকে চেনেন না এমন লোক খুব কমই রয়েছে।
advertisement
3/7
এই প্রতিবেদনে এমন একটি চমকপ্রদ তথ্য তুলে ধরা হয়েছে আন্দ্রে রাসেল ও তাঁর স্ত্রী জেসিম লরা সম্পর্কে যা অনেকের কাছেই অজানা। রাসেল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন স্ত্রীকে খুশি করতে গিয়ে তাঁকে কী করতে হয়।
advertisement
4/7
সাফল্য-ব্যর্থতা, চোট সমস্যা রাসেলের ক্রিকেট কেরিয়ারে বারবার এসেছে। কিন্তু তারপরও বারবার ফিরে এসেছেন, ঘাম ঝরিয়েছেন, ফর্মে ফিরেছেন রাসেল। আর এই সব কিছুর পিছনে কারণ তার স্ত্রী।
advertisement
5/7
রাসেল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'আমি সবসময় ব্য়াট করার সময় চাপে থাকি কারণ আমি চাই সমর্থকরা খুশি হোন এবং আমি আমার স্ত্রীকে প্রতি ম্যাচে ইমপ্রেস করতে চাই।'
advertisement
6/7
জেসিম লরা ক্রিকেট মাঠে রাসেলের সাফল্যেই সবথেকে বেশি খুশি হন। সেই কারণেই বউকে ইমপ্রেস করতেই এখনও অনুশীলন ও মাঠে ঘাম ঝরান ক্যারিবিয়ান তারকা। স্ত্রীকে তার সবথেকে লাকি ব্যক্তি হিসেবেও আখ্যা দেন রাসেল।
advertisement
7/7
জেসিম লোরার রূপ ও হটনেস মুগ্ধ করে সকলকেই। বর্তমানে রাসেল ও জেসিম লোরার একটি কন্যা সন্তান রয়েছে। খেলার বাইরে সুযোগ পেলেও পরিবারের সঙ্গে সময় কাটান রাসেল। এবার আইপিএলে কেকেআরের খেলা দেখতে আসতে পারেন রাসেলের স্ত্রী।