IPL 2024: আইপিএলের ১৬ বছরের ইতিহাসে যা ঘটেনি, তা ঘটে গেল এবার, আক্ষেপ ফ্যানেদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024: কোনও কিছুই চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। তার উদাহরণ মিলল আইপিএল ২০২৪ -এও। ঘটল এমন ঘটনা যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
advertisement
1/7

কোনও কিছুই চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। তার উদাহরণ মিলল আইপিএল ২০২৪ -এও। ঘটল এমন ঘটনা যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
advertisement
2/7
আইপিএলে প্রথম মরশুম থেকেই খেলছেন ভারতীয় ক্রিকেটের ৩ মহাতারকা এমএস ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। দলকে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন। এবার আইপিএল শুরুর একদিন আগে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ধোনি।
advertisement
3/7
এর আগেও একবার অধিনায়কত্ব ছেড়ে রবীন্দ্র জাদেজাকে দিয়েছিলেন ধোনি। কিন্তু দলের ব্যর্থতার কারণে মাঝ মরশুমেই ফের ব্যাটন নিজের কাঁধে নিতে হয়েছিল ধেনিকে। এবার রুতুরাজ গায়কোয়াড়কে দায়িত্ব দিয়েছেন ধোনি।
advertisement
4/7
অপরদিকে, ২০০৮ সাল থেকে আইপিএল খেললেও অধিনাক ছিলেন না রোহিত শর্মা। ডেকান চার্জার্স হয়ে মুম্বই দলে গিয়েছিলেন রোহিত। সেখানে ২০১৩ সালে মাঝ মরশুমে পেয়েছিলে অধিনায়কত্বের দায়িত্ব। তারপর ৫ বার ট্রফি দিয়েছেন মুম্বইকে। এবার আইপিএলের আগে হার্দিক পান্ডিয়াকে গুজরাত থেকে মুম্বইতে ফেরানো হয়। রোহিতের জায়গায় হার্দিককে করা হয়েছে নতুন নেতা।
advertisement
5/7
অন্যদিকে আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেন বিরাট কোহলি। ২০১৩ সালে তাঁকে অধিনায়ক করা হয়। ২০১৬ সালে দলকে ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করতে পারেননি। ২০১৩-২০২০ পর্যন্ত অধিনায়কত্ব করার পর ২০২১ সালে দায়িত্ব ছাড়েন কোহলি। নতুন অধিনায়ক হন ফাফ ডুপ্লেসি।
advertisement
6/7
এবার আপনাদের মনে হতেই পারে কী এমন ঘটল যা আইপিএলের ইতিহাসে এর আগে ঘটেনি। আইপিএলের ১৬ বছরে এতদিন প্রতি মরশুমেই ধোনি-রোহিত-কোহলির মধ্যে কেউ না কেউ অধিনায়ক ছিলেন। ৩ জন একসঙ্গে অধিনায়কত্ব করেছেন দীর্ঘ বছর। এই প্রথমবার আইপিএল এই ৩ মহাতারকা খেলবেন শুধু মাত্র ক্রিকেটার হিসেবে। যা এর আগে ঘটেনি।
advertisement
7/7
ধোনি-রোহিত-কোহলির অধিনায়ক হিসেবে না থাকাটা আইপিএলের ইতিগাসে এক যুগের অবসান হিসেবেও দেখছেন ক্রিকেট প্রেমিরা। এই তিন তারকার কেউ নেতৃত্ব দেবেন না ভেবে কিছুটা হলেও আক্ষেপও রয়েছে ফ্যানেদের।