MS Dhoni: হার্দিককে ৩টি ছয় মেরে ধোনি গড়লেন এমন রেকর্ড, যা আইপিএলে কোনও ভারতীয়র নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
advertisement
1/5

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৪ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমএস ধোনি।
advertisement
2/5
সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
advertisement
3/5
হার্দিককে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। একটি লং অফ, একটি লং অন ও শেষটি স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষ বলে নেন ২ রান। ৪ বলের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক।
advertisement
4/5
এই ম্যাচটি ছিল সিএসকের জার্সিতে ধোনির ২৫০তম ম্যাচ। আর সেই ম্যাচ রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন এমএস ধোনি। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র নেই।
advertisement
5/5
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিক করলেন এমএস ধোনি। ৪২-এও সকলের মন জিতে নিলেম মাহি।