IPL 2024 Auction-এ ৫ ভারতীয় তারকা পেতে পারেন রেকর্ড টাকা, দেখে নিন তালিকায় কারা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Indian Cricketers may get Huge money in IPL 2024 Auction: আইপিএল ২০২৪-এর মিনি নিলামে মোট ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে। যার মধ্যে ১৮ আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। এবার নিলামে ৫ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে যারা মোট টাকা দর পেতে পারেন।
advertisement
1/6

আইপিএল ২০২৪-এর মিনি নিলামে মোট ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে। যার মধ্যে ১৮ আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। এবার নিলামে ৫ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে যারা মোট টাকা দর পেতে পারেন।
advertisement
2/6
হার্ষল প্যাটেল: বেশ কয়েক বছর আরসিবিতে খেলার পর এবার রিলিজ করা হয়েছে হার্ষল প্যাটেলকে। এর আগে ১০ কোটি টাকার বেশি দর পেয়েছেন তিনি। এবারও ২ কোটি টাকার বেস প্রাইজে রয়েছেন হার্ষল প্যাটেল। ডেথ ওভার বোলিং স্পেশালিস্টকে দলে পেতে ঝাপাবে একাধিক দল।
advertisement
3/6
শার্দুল ঠাকুর: গতবার কেকেআর শার্দুল ঠাকুরকে ১০ কোটি টাকা খরচ করে নিলেও এবার তাকে রিলিজ করেছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং হাতও যথেষ্ট ভাল শার্দুল ঠাকুরের। ২ কোটি টাকার বেস প্রাইজে রয়েছেন শার্দুল। এবার নিলামে মোটা টাকা পকেটে ঢুকতে পারে ভারতীয় তারকার।
advertisement
4/6
উমেশ যাদব: বয়স বাড়লেও বিগত ২ মরশুমে কেকেআরের হয়ে খুব একটা খারাপ পারফর্ম করেননি উমেশ যাদব। তবে এবার তাঁকে কেকেআর রিলিজ করেছে। ২ কোটি টাকার বেস প্রাইজে রয়েছে উমেশ। ভারতীয় পেসারকে পেতে ঝাপাতে পারে একাধিক দল।
advertisement
5/6
মনীশ পান্ডে: দীর্ঘ বছরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মনীশ পান্ডের। এবার আইপিএল নিলামে তিনিও রয়েছেন। ৫০ লক্ষ টাকা বেস প্রাইজ তার। এখনও মিডল অর্ডারে যে কোনও দলকে ভরসা দেওয়ার ক্ষমতা রাখেন মনীশ পান্ডে।
advertisement
6/6
জয়দেব উনাদকাট: অভিজ্ঞ ভারতীয় বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটও রয়েছে ৫০ লক্ষ টাকার বেস প্রাইজে। ভারতীয় ক্রিকেটার যারা নিলামে রয়েছে তাদের মধ্যে বেশি দাম পাওয়ার সম্ভাবনার তালিকায় রয়েছেন উনাদকাটও।