TRENDING:

Mohammed Shami: হার্দিকের পর শামি! আইপিএলে দলবদল নিয়ে চূড়ান্ত নাটক! প্লেয়ার 'ছিনতাই' করার অভিযোগ গুজরাতের

Last Updated:
Gujarat Titans alleges An IPL Team trying to trade Mohammed Shami unethically Ahead Of IPL 2024 Auction: হার্দিকেরও পুরনো দলে যাওয়ার ইচ্ছে থাকায় কোনও বাধা দেয়নি গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। তবে এবার অভিযোগ মহম্মদ শামিকে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দলে শামিল করার জন্য উঠে পড়ে লেগেছে।
advertisement
1/7
হার্দিকের পর শামি! দলবদল নিয়ে চূড়ান্ত নাটক! প্লেয়ার 'ছিনতাই'-এর অভিযোগ গুজরাতের
আইপিএল ২০২৪ মিনি নিলামের আগে এবার ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির দলবদল নিয়ে জল্পনা। এর আগেই গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
2/7
হার্দিকেরও পুরনো দলে যাওয়ার ইচ্ছে থাকায় কোনও বাধা দেয়নি গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। তবে এবার অভিযোগ মহম্মদ শামিকে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দলে শামিল করার জন্য উঠে পড়ে লেগেছে।
advertisement
3/7
যদিও গুজরাত টাইটান্সকে না জানিয়ে এভাবে পিছন থেকে মহম্মদ শামির সঙ্গে যোগযোগ করার বিষয়টি যদি সত্যি হয় তা ভালভাবে নিচ্ছেন না গুজরাত টিম ম্যানেজমেন্ট। নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন গুজরাত টাইটান্সের সিইও অরবিন্দর সিং।
advertisement
4/7
অনৈতিকভাবে শামি দলে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলে গুজরাত টাইটান্সের সিইও অরবিন্দর সিং জানিয়েছন,"একটি ফ্র্যাঞ্চাইজ়ি সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মেনে নেওয়া যায় না। প্লেয়ার কেনা-বেচার বিসিসিআইয়ের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা সবার মেনে চলা উচিত।" বিষয়টি বোর্ডকেও জানিয়েছে গুজরাত।
advertisement
5/7
তবে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিলেও মহম্মদ শামিকে ছাড়ার কোনও ইচ্ছে নেই বলেও জানানো হয়েছে গুজরাত টিম ম্যানেজমেন্ট। অরবিন্দর সিং বলেছেন,"সব ফ্র্যাঞ্চাইজি ভাল দল গড়তে চায়। কিন্তু শামি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই।"
advertisement
6/7
শেষ দুটি মরশুমে গুজরাতের হয়ে খেলেছেন মহম্মদ শামি। নিয়েছেন ৪৮টি উইকেট। গতবার ২৮ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। ওডিআই বিশ্বকাপেও ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকরী হয়েছেন শামি। বর্তমানে গোড়ালির চোটের চিকিৎসা করাচ্ছেন।
advertisement
7/7
এরই মধ্যে তার দল বদল নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। কবে ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন শামি সেই বিষয়তেও এখনও কোনও নিশ্চয়তা নেই। কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন কিনা সে বিষয়ে মুখ খোলেননি শামি।
বাংলা খবর/ছবি/খেলা/
Mohammed Shami: হার্দিকের পর শামি! আইপিএলে দলবদল নিয়ে চূড়ান্ত নাটক! প্লেয়ার 'ছিনতাই' করার অভিযোগ গুজরাতের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল