TRENDING:

বেলা শেষে বাজিমাত কেকেআরের, আইপিএল ২০২৩ মিনি নিলামে কেমন দল গড়ল নাইটরা

Last Updated:
কোচিতে হয়ে গেল আইপিএল ২০২৩-এর মিনি নিলাম পর্ব। ১০টি দল তাদের স্কোয়াড গুছিয়ে নিল। সীমিত পুঁজি নিয়ে দিনের শেষে যথেষ্ট শক্তিশালী দল গড়ল কলকাতা নাইট রাইডার্স।
advertisement
1/6
বেলা শেষে বাজিমাত কেকেআরের, আইপিএল ২০২৩ মিনি নিলামে কেমন দল গড়ল নাইটরা
আইপএল ২০২৩-এর মিনি নিলামে ভাঙল একের পর এক রেকর্ড। কোচিতে আয়োজিত নিলামে সবথেকে বেশি প্রভাব দেখা গেল ইংল্যান্ড ক্রিকেটারদের। বেন স্টোকস, হ্যারি ব্রুক, স্যাম কারনদের জন্য শুধু দর উঠল না রেকর্ড গড়লেন তিন জনই।
advertisement
2/6
২০২২ সালে মেগা নিলামের সময় প্রধান দল গড়েই নিয়েছিল কেকেআর। তবে নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আসার পর তার লক্ষ্য ছিল দলের কিছু ফাঁক-ফোকর পূরণ করা। নিলামে সেই মতই এগিয়েছে দুবারের আইপিএব জয়ীরা।
advertisement
3/6
নিলাম শেষে যে প্লেয়ারদের কিনেছে কেকেআর তাতেই খুশি টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বেশি দেড় কোটি টাকা দিয়ে শেষ বেলায় শাকিব আল হাসানকে কিনেছে কলকাতা। তার আগে এক কোটি টাকায় তারা কেনে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজাকে।
advertisement
4/6
#কলকাতা: আইপিএলের সামনের মরশুম এখনও কয়েকদিন অপেক্ষা রয়েছে, তবে আর দিন কয়েক পরেই আইপিএলের একটি নিলামে বসছে৷ ডিসেম্বরের ২৩ তারিখ বসবে এই আইপিএল৷ কোচিতে বসবে এবারের আইপিএল নিলাম৷ সকলেই শেষবেলায় নিজের দল গুছিয়ে নেওয়ার জন্য বসবে৷ কোন দল কত প্লেয়ারদের তুলে নেবে তা নিয়ে স্ট্র্যাটেজি গোছানো শুরু৷ Photo Courtesy-KKR/ Facebook
advertisement
5/6
কেকেআর যেই প্লেয়ারদের নিয়েছে তাতে ওপেনিংয়ে সমস্যার সমাধান হতে পারে। কারন এন জগদীশান ও লিটন দাস দুজনেই ওপেনিং করতে পারেন। দুজন উইকেট কিপিংও করতে পারেন। তবে ভারতীয় হিসেবে জগদীশানের খেলার সম্ভাবনা বেশি। অভিজ্ঞ স্পিনারঅলরাউন্ডার লাগলে শাকিব রয়েছে। আর কোনও ম্যাচে রাসেলের পরিবর্ত প্রয়োজন হলে ডেভিড উইজাকে খেলানো যেতে পারে। এছাড়া একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে যাদের ব্যবহার করতে চন্দ্রকান্ত পণ্ডিত সিদ্ধহস্ত।
advertisement
6/6
কেকেআরের পুরো দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিংহ, শাকিব আল হাসান, ডেভিড উইজ়‌া, নারায়ণ জগদীশন, বৈভব অরোরা, মনদীপ সিংহ, লিটন দাস, কুলবন্ত খেজরোলিয়া এবং সূয়স শর্মা।
বাংলা খবর/ছবি/খেলা/
বেলা শেষে বাজিমাত কেকেআরের, আইপিএল ২০২৩ মিনি নিলামে কেমন দল গড়ল নাইটরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল