Virat Kohli: শতরানের পর আদর করে কোহলিকে নতুন নাম দিলেন অনুষ্কা! যা আপনার কল্পনার বাইরে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজের আইপিএব কেরিয়ারের ষষ্ঠ শতরান করেছেন বিরাট কোহলি। অভিনব পদ্ধতিতে প্রশংসা করেছেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। ভালোবেসে এমন নাম দিয়েছেন যা কল্পনার বাইরে।
advertisement
1/7

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজের আইপিএব কেরিয়ারের ষষ্ঠ শতরান করেছেন বিরাট কোহলি।
advertisement
2/7
বর্তমানে ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হলেন বিরাট কোহলি।
advertisement
3/7
৬৩ বলে ১০০ রানের ঝকঝকে ইনিংসেপ পর বিরাট কোহলিকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।
advertisement
4/7
শতরানের পর ম্যাচ জেতার পর কোহলি সবার প্রথম অনুষ্কাকেই ভিডিও কল করেছিলেন। যেই ছবি সামনে এসেছে।
advertisement
5/7
অভিনব পদ্ধতিতে প্রশংসা করেছেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। ভালোবেসে এমন নাম দিয়েছেন যা কল্পনার বাইরে।
advertisement
6/7
কোহলির শতরানের পর সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ‘পটকা’ বলে সম্বোধন করেছেন অনুষ্কা শর্মা। নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।
advertisement
7/7
সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মা লিখেছেন,"ও একটা পটকা। কী দুর্দান্ত ইনিংস।" কোহলিকে অনুষ্কার 'পটকা' পছন্দ হয়েছে নেটিজেনদের।