IPL 2023 : ম্যাচের মধ্যে বৃষ্টি, ম্যাচ শেষেও আহমেদাবাদে আইপিএল ফাইনালে টাকার বৃষ্টি, জানুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2023 Prize Money: গত দু এক বছরের মধ্যে ধরে প্রাইজমানি বাড়েনি। তবে আগামী বছর তা ফের আরও বাড়তে পারে।
advertisement
1/5

আহমেদাবাদ: আইপিএলে টাকার বৃষ্টি৷ হ্যাঁ ঠিকই জানেন মাঠে খেলা চলাকালীন বৃষ্টি হয়েছিল বটে, তবে আইপিএল ২০২৩-র ফাইনাল ম্যাচ শেষে হল টাকার বৃষ্টিও৷ চেন্নাই সুপার কিংস বা সিএসকে রেকর্ড পঞ্চমবারের উজ্জ্বল ট্রফিই পায়নি, বিজয়ীর পুরস্কার হিসেবে ২০ কোটি টাকা প্রাইজমানি পেল৷
advertisement
2/5
রানার্স আপ গুজরাত টাইটানস পুরস্কার হিসেবে পেয়েছে ১২.৫ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সও ভালই টাকা পেয়েছে৷ তাদের পুরস্কার মূল্য ৭ কোটি টাকা। অন্যদিকে, চতুর্থ অবস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬.৫ কোটি টাকা।
advertisement
3/5
আইপিএলের প্রথম প্রথম মরশুমে বিজয়ী দল পেয়েছিল ৪.৮ কোটি টাকা। সেই মরশুমেই রানার্স আপ দল ব্যাগে পুড়েছিল ২.৪ কোটি টাকা৷ এরপর এই কয়েক বছরে পুরস্কারের অর্থ বেড়েছে বহুগুণ। তবে গত দু এক বছরের মধ্যে ধরে প্রাইজমানি বাড়েনি। তবে আগামী বছর তা ফের আরও বাড়তে পারে।
advertisement
4/5
এছাড়াও আরও পুরস্কার পেয়েছেন যাঁরা রইল পুরো তালিকা ১. বর্ষসেরা এমার্জিং প্লেয়ার - যশস্বী জয়সওয়াল - ১০ লক্ষ টাকা ২. সর্বাধিক উইকেট (পার্পল ক্যাপ) - মহাম্মদ শামি - ২৮ উইকেট -১০ লক্ষ টাকা ৩. সর্বাধিক রান (অরেঞ্জ ক্যাপ) - শুভমান গিল -৮৯০ রান- ১০ লক্ষ টাকা ৪. সর্বাধিক ছক্কা - ফ্যাফ ডুপ্লেসি - ৩৬ ছক্কা - ১০ লক্ষ টাকা ৫. গেম চেঞ্জার অফ দ্য সিজন - শুভমান গিল - ১০ লক্ষ টাকা ৬. সবচেয়ে মূল্যবান খেলোয়াড় - শুভমান গিল - 10 লক্ষ টাকা
advertisement
5/5
৭. দীর্ঘতম ছয়: ফ্যাফ ডু প্লেসিস - ১০ লক্ষ টাকা ৮. ক্যাচ অফ দ্য সিজন - রশিদ খান - ১০ লক্ষ টাকা ৯. Paytm ফেয়ারপ্লে পুরস্কার - দিল্লি ক্যাপিটালস ১০. আইপিএল ২০২৩-র সেরা পিচ এবং মাঠ - ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ইডেন গার্ডেন - ৫০ লক্ষ টাকা ১১. সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন - গ্লেন ম্যাক্সওয়েল - ১০ লক্ষ টাকা ১২. মরশুমে সর্বাধিক চার - শুভমান গিল (৮৫) - ১০ লক্ষ টাকা