IPL 2023: গর্ভবতী হওয়ার পরও ছাড়তে পারেননি 'নেশা', দেখুন কী করেছিলেন আন্দ্রে রাসেলের লাস্যময়ী স্ত্রী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023: কেকেআর তারকা আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লোরাকে চেনেন না এমন লোক খুব কমই রয়েছে। মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাত তিনি ।প্রেগন্যান্ট থাকাকালীনও নিজের 'নেশা' ছাড়তে পারেননি তিনি।
advertisement
1/16

কেকেআর তারকা আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লোরাকে চেনেন না এমন লোক খুব কমই রয়েছে। মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাত তিনি।
advertisement
2/16
জেসিম লোরার রূপ ও হটনেস মুগ্ধ করে সকলকেই। বর্তমানে রাসেল ও জেসিম লোরার একটি কন্যা সন্তান রয়েছে। খেলার বাইরে সুযোগ পেলেও পরিবারের সঙ্গে সময় কাটান রাসেল।
advertisement
3/16
২০২০ সালের জানুয়ারি মাসে কেকেআর কারকা আন্দ্রে রাসেল ও জেসিম লোরার পরিবারের আসেন নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দেন জেসিম লোরা।
advertisement
4/16
ক্যারেবিয়ান তারকা নিজেই সোশাল মিডিয়ায় বাবা হওয়ার খবর প্রথম খবর জানান। তারপরই শুভেচ্ছার জোয়ারে ভাসেন তারকা ক্রিকেটার ও তার মডেল স্ত্রী।
advertisement
5/16
তবে আজ আপনাদের জানাব প্রেগন্যান্ট থাকাকালীনও নিজের 'নেশা' ছাড়তে পারেননি জেসিম লোরা। মডেল হওয়ায় ফটো শুট করিয়েছিলেন গর্ভবতী অবস্থার।
advertisement
6/16
আসলে মডেল হওয়ায় ফটোশুট করা জেসিম লোরা নেশা। তার প্রেগন্যান্সি ফটো শুট সোশাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছিল। ভাইরাল হয়েছিল মুহূর্তের মধ্যে।
advertisement
7/16
এই ছবিটি তোলার সময় মাত্র দুই মাসের সন্তান সম্ভবা ছিলেন রাসেলের স্ত্রী জেসিম লোরা। ছবিটিতে তাকে উজ্জ্বল এবং প্রাণবন্ত ও সুন্দরী দেখাচ্ছে।
advertisement
8/16
এমনিতে খুবই হট ও সেক্সি রাসেলের স্ত্রী। কিন্তু এই ছবিটিতে তাকে খুবই মিষ্টি ও কিউট দেখায়। কালো পোষাকে এই ছবি নেট দুনিয়ায় সকলের মন চুরি করেছিল।
advertisement
9/16
এই ছবিটিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল রাসেলের স্ত্রীর বেবি বাম্প। জেসিম লোরার বেবি বাম্প ধরে এই ছবিটিও খুবি পছন্দ করেছিলেন তার ও আন্দ্রে রাসেলের অনুগামীরা।
advertisement
10/16
হটনেস তার রন্ধ্রে রন্ধ্রে। তাই প্রেগনেন্ট অবস্থাতেও সকলকে তার রূপের মোহে আকৃষ্ট করতে সমস্যা হয়নি। এই ছবিটিতে তাকে খুবই সুন্দরী ও হট দেখায়।
advertisement
11/16
প্রেগনেন্ট অবস্থায় একই পোষাকে আরও একটি ছবি শেয়ার করেছিলেন জেসিম লোরা। যা খুবই পছন্দ করেছিলেন নেটাগরিকরা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল ছবিটি।
advertisement
12/16
সমুদ্র তটেও প্রেগনেন্ট অবস্থায় ফটো শুট করেছিলেন সেজিম লোরা। ছবি তোলা যা তার নেশা। গর্ভবতী অবস্থায় এই ছবিটি তার সবথেকে সেরা ছবিদের মধ্যে অন্যতম।
advertisement
13/16
কন্যা সন্তান হওয়ার পরও ফটো সন্তানকে নিয়ে একই কালো পোষাকে ছবি তুলেছিলেন জেসিম লোরা। যেই ছবি দেখে শুভেচ্ছার জোয়ারে ভেসেছিলেন তিনি।
advertisement
14/16
মেয়েকে নিয়ে নানা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মা হওয়ার পরও জেসিম লোরা যেভাবে নিজের ফিগার ধরে রেখেছেন তার প্রশংসা করেন সকলেই।
advertisement
15/16
বর্তমানে খেলার বাইরে মেয়েকে নিয়েই সময় কাটে রাসেল ও জেসিম লোরার। মেয়ের সঙ্গে তাদের ছবিও শেয়ার করেন। যা সকলেই খুবই পছন্দ করেন।
advertisement
16/16
বর্তমানে আইপিএল খেলতে ব্যস্ত রয়েছেন আন্দ্রে রাসেল। নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি কেকেআর তারকাকে। ভালো পারফরম্যান্সের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।